পটুয়াখালীতে ২২ মণ জাটকা জব্দ
পটুয়াখালীর বাউফল উপজেলায় তিনটি টমটম থেকে ২২ মণ জাটকা ইলিশ আটক করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর। পরে ওই জাটকা স্থানীয় এতিমখানা, লিল্লাহ বোর্ডিং ও দুস্থদের মধ্যে বিতরণ করে দেওয়া হয়।
গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে বাউফল উপজেলা মৎস্য অধিদপ্তর ও পুলিশ এ অভিযান চালায়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান তালুকদার জানান, মঙ্গলবার উপজেলার কালাইয়া বন্দর থেকে তিনটি টমটম গাড়িতে করে বরিশালে ইলিশ পাচার করা হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে বিলবিলাস বাজারে অবস্থানরত গাড়িগুলোতে তল্লাশি চালানো হয়। এ সময় ওই টমটম থেকে ১২টি ককশিটে প্যাকেট করা প্রায় ২২ মণ জাটকা জব্দ করা হয়। এ সময় কাউকে আটক করা যায়নি।
আটক ইলিশের মূল্য প্রায় সাড়ে চার লাখ টাকা বলে মাহবুবুর রহমান জানিয়েছেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ বি এম সাদিকুর রহমান জব্দ করা ইলিশ উপজেলার বিভিন্ন এতিমখানা, লিল্লাহ বোর্ডিং ও দুস্থদের মধ্যে বিতরণ করেন।