পাবনা পৌর জামায়াতের আমির জেলগেট থেকে ফের গ্রেপ্তার
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/03/11/photo-1426076688.jpg)
পাবনা পৌর জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবদুল লতিফকে জেলগেট থেকে ফের গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে পাবনা জেলা কারাগার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ।
পাবনা সদর থানার ওসি আহসানুল হক জানান, গত ১৩ জানুয়ারি পাবনা ইসলামিয়া মাদ্রাসাসংলগ্ন জামায়াত নিয়ন্ত্রিত দারুল আমান ট্রাস্টে নাশকতামূলক কর্মকাণ্ড করার উদ্দেশ্যে গোপন বৈঠক চলছে, এমন খবর পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। সেই বৈঠক থেকে পৌর জামায়াতের আমির ও পাবনা ইসলামিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ আবদুল লতিফকে গ্রেপ্তার করা হয়। এর পর থেকেই তিনি কারাগারে ছিলেন। আজ জামিনে ছাড়া পেয়ে কারাগার থেকে বের হলে তাঁকে আবারও গ্রেপ্তার করা হয়।
আবদুল লতিফের বিরুদ্ধে অন্য মামলা থাকায় তাঁকে জেলগেট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ওসি।