দলীয়ভাবে মনোনয়ন দাখিল করবে ঐক্যফ্রন্ট
আসন ভাগাভাগির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না নিতে পারায় দলীয়ভাবে মনোনয়নপত্র দাখিলের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট।
আজ মঙ্গলবার সকালে ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনের বাসভবনে তাঁর সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
পরে আলোচনার মাধ্যমে জোটের আসন ভাগাভাগির বিষয়ে সিদ্ধান্ত নিয়ে কোন আসনে কোন প্রার্থী থাকবেন আর কে থাকবেন না, তা চূড়ান্ত করা হবে বলে জানানো হয়েছে।
ড. কামালের সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে এসে মির্জা ফখরুল বলেন, ‘আমাদের ঐক্যফ্রন্টের পক্ষ থেকে আমরা একযোগে এই নির্বাচনে অংশ নিচ্ছি। সে ক্ষেত্রে দলগুলোর মধ্যে আসন নিয়ে কিছু সমস্যা তো থাকবেই, সেগুলো দূর করার বিষয়ও থাকবে। সেটার জন্যই আলাপ-আলোচনা হচ্ছে। আজকে আমরা বসেছি, অত্যন্ত ভালো আলোচনা হয়েছে। ইনশাআল্লাহ ভালো ফল আমরা পাব, আশা করছি।’
পরে ড. কামাল হোসেন সাংবাদিকদের বলেন, ‘ওদের লিস্ট আর আমাদের লিস্ট নিয়ে বসা হয়েছিল। এর মধ্য থেকে কোন কোনটা থাকবে আর কোনটা বাদ যাবে, সেটা নিয়ে কথা হয়েছে। আমাদের নামগুলো দিয়েছি। উনারা নোট করেছেন। সময়স্বল্পতার জন্য জোটগতভাবে হচ্ছে না, আলাদা আলাদা ফাইল করা হচ্ছে, পরে বসে এগুলোকে সমন্বয় করা যাবে।’
আগামীকাল বুধবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। আর এ সময়ের মধ্যে আসন ভাগাভাগি নিয়ে সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয় বলেই প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনের আগেই এ নিয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে বলে জানান ড. কামাল হোসেন।