অভিযোগ করাই বিএনপির ধর্ম : আব্দুল মোমেন
অভিযোগ করাই বিএনপির ধর্ম বলে মন্তব্য করেছেন সিলেট-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী ড. এ কে আব্দুল মোমেন। আজ শুক্রবার সকালে শহরের কাজীটুলা এলাকায় গণসংযোগ করার সময় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
ওই সময় আব্দুল মোমেনের সঙ্গে উপস্থিত ছিলেন সিলেটের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানসহ আওয়ামী লীগ নেতারা। এ সময় তাঁরা ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করেন।
বিএনপি কর্মীদের গ্রেপ্তার প্রসঙ্গে সাংবাদিকরা জানতে চাইলে আব্দুল মোমেন বলেন, ‘বিএনপির কোনো কর্মীকে রাজনৈতিক কারণে গ্রেপ্তার করা হয়নি। পুলিশের সঙ্গে এ ব্যাপারে কথা হয়েছে। তারা বলেছেন, ওই কর্মীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা ও সুনির্দিষ্ট অভিযোগ ছিল বলে তাদের গ্রেপ্তার করা হয়েছে।’
মোমেন বলেন, ‘এসব ব্যাপারে অভিযোগ করা বিএনপির ধর্ম। গতকাল অনেক লোকজন নিয়ে রাস্তা বন্ধ করে তারা গণসংযোগ করেছেন। কেউ কোনো বাধা দেয়নি। আমাদের এক ভক্ত বড় একটি পোস্টার লাগিয়েছিলেন, উনি প্রবাসে থাকেন। পরে রিটার্নিং কর্মকর্তার নির্দেশে আমরা সেই ব্যানার খুলে ফেলতে বলি।’
সিলেট-১ আসনের নৌকার এই প্রার্থী আরো বলেন, ‘এবারের নির্বাচনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে রয়েছে দুটো দল। একটি দল বাংলাদেশকে আবার পাকিস্তান বানাতে চায়, দেশকে ধ্বংস করতে চায়, জঙ্গিবাদ করতে চায়, সন্ত্রাস সৃষ্টি করতে চায়, দুর্নীতি করতে চায়। আর অন্য দলটি দেশের স্বাধীনতার সেই অম্লান স্মৃতিকে ধরে রাখতে চায়। তারা স্বাধীনতার চেতনায় উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে একটি সুন্দর ও শান্তিময় উন্নত বাংলাদেশ চায়।’