বাস পোড়ানো মামলায় সাংবাদিককে আসামি করায় প্রতিবাদ
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/03/15/photo-1426407726.jpg)
বাস পোড়ানোর মামলায় সাংবাদিক আনু মোস্তফাকে আসামি করার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের উদ্যোগে নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনের সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, রাজশাহীতে পুলিশের আটক-বাণিজ্য নিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশ করে দৈনিক যুগান্তর। এ জন্য দৈনিকটির রাজশাহী ব্যুরোপ্রধান আনু মোস্তফাকে বাস পোড়ানোর তিন মামলায় আসামি করেছে পুলিশ বলে অভিযোগ করেন তাঁরা। অবিলম্বে এসব মামলা থেকে তাঁর নাম প্রত্যাহার করা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও ঘোষণা দেন বক্তারা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমাজসেবী শাহিন আকতার রেনি, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি হাসান মিল্লাত, সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদ, রাজশাহী টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি শ ম সাজু প্রমুখ।
মানববন্ধনে রাজশাহী সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন ব্যবসায়ী ও সামাজিক সংগঠন অংশ নেয়।