দক্ষিণ কোরিয়ায় ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের গুরো নুরি ব্যাডমিন্টন স্টেডিয়ামে আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। গত রোববার বাংলাদেশি ইপিএস কর্মীদের সংগঠন ইপিএস বাংলা কমিউনিটি ইন কোরিয়ায় উদ্যোগে এই ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
কয়েক বছর ধরে শুধু বাংলাদেশিদের নিয়ে আয়োজন করলেও এ বছর প্রথমবারের মতো আন্তর্জাতিকভাবে আয়োজন করে সংগঠনটি। বাংলাদেশ, পাকিস্তান, নেপাল ও ইন্দোনেশিয়ার মোট ৫৬ জন খেলোয়াড় দ্বৈত ও এককপর্বে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
ব্যাডমিন্টন একক প্রতিযোগিতায় বাংলাদেশের দেলোয়ার টাইটানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ইন্দোনেশিয়ার জাতীয় দলের সাবেক খেলোয়াড় ইউনি নিলা। দ্বৈত প্রতিযোগিতায় ইন্দোনেশিয়ার হারতানতো ও ইউনি নিলা টিম প্রতিপক্ষ ইন্দোনেশিয়ারই ইকো ও আদনাং টিমকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। টুর্নামেন্টজুড়ে দাপটের সঙ্গে ভালো খেলার জন্য জিএমই রেমিট্যান্স সেরা খেলোয়াড় নির্বাচিত হন ইউনি নিলা।
ইপিএস বাংলা কমিউনিটির অফিশিয়াল স্পন্সর জিএমই রেমিট্যান্সের পক্ষে তাঁর হাতে সেরা খেলোয়াড়ের পুরস্কার তুলে দেন জিএমইর অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং ম্যানেজার সজীব দাস। চ্যাম্পিয়ন ও রানার্সআপদের জন্য পুরস্কার হিসেবে ছিল বিশাল অঙ্কের নগদ অর্থ, আকর্ষণীয় ট্রফি ও মেডেল।
এ ছাড়া প্রত্যেক খেলোয়াড়ের জন্য ছিল বিভিন্ন উপহারসামগ্রী। বিশেষ অতিথি হিসেবে আসা সিউল গ্লোবাল সেন্টারের প্রধান কিম জং হোয়া তাঁর বক্তব্যে বলেন, দৃষ্টিনন্দন ব্যাডমিন্টন খেলা এই প্রথম দেখলেন। আগামী বছর ইপিএস বাংলা কমিউনিটিকে আরো বড় পরিসরে সহযোগিতা করতে চান তিনি।
এ ছাড়া কোরিয়া ফরেন ওয়ার্কার্স সাপোর্ট সেন্টারের প্রধান সোন জুং হা এত বড় আয়োজনের জন্য ইপিএস বাংলা কমিউনিটিকে ধন্যবাদ জানান। স্পন্সরকারী প্রতিষ্ঠানের মধ্যে সুমাইয়া টেকের সিইও রিপা আর জাহানও ইপিএস বাংলা কমিউনিটির এমন আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরো বড় ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন।
আয়োজক সংগঠনটির সাধারণ সম্পাদক জিয়াউল হক বলেন, ‘এ বছর অল্প কয়েকটি দেশ অংশগ্রহণ করলেও আগামী বছর আমাদের লক্ষ্য থাকবে আরো বেশি সংখ্যক দেশের অংশগ্রহণে বিশাল বড় পরিসরে আয়োজন করার।’ তিনি সব স্পন্সরকারী প্রতিষ্ঠান, খেলোয়াড়, দর্শক উপকমিটির সদস্যদের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন টুর্নামেন্টটি উপভোগ্য ও সফলভাবে শেষ করার জন্য। আন্তর্জাতিক এ ব্যাডমিন্টন টুর্নামেন্টে অফিশিয়াল স্পন্সর জিএমই রেমিট্যান্সের পাশাপাশি অন্যান্য স্পন্সর হিসেবে ছিল সিউল সিটি, সিউল গ্লোবাল সেন্টার, সুমাইয়া টেক, খান মোবাইল, এস এম ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম এবং বিডি হাউস। সহযোগিতায় ছিলেন এইচ আরডি কোরিয়া এবং কোরিয়া ফরেন ওয়ার্কার্স সাপোর্ট সেন্টার। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় অনেক দর্শক ও শুভাকাঙ্ক্ষী মাঠে উপস্থিত হয়ে নিজ নিজ দেশকে সমর্থন জানানোর পাশাপাশি টুর্নামেন্টটি বেশ উপভোগ করেন।
ব্যাডমিন্টন টুর্নামেন্টে উপস্থিত ছিলেন ইপিএস বাংলা কমিউনিটির সাবেক সভাপতি শান্ত শেখ সাবেক সাধারণ সম্পাদক ফজলুর রহমান, ইপিএস বাংলা কমিউনিটির বর্তমান কমিটির আল আমিন, রাজু, নাজমুল হাসান, জাহিদ খান, আমিনুলসহ অন্যান্য নেতা।