হত্যাচেষ্টা মামলায় হাজিরা দিলেন চট্টগ্রামের নাছির
চট্টগ্রাম সিটি করপোরেশনের নাগরিক কমিটির মেয়র প্রার্থী আ জ ম নাছির উদ্দিন একটি হত্যাচেষ্টা মামলায় আদালতে হাজিরা দিয়েছেন। আজ সোমবার সকালে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. নুরুল হুদা আগামী ৪ মে পর্যন্ত জেরা মুলতবি রেখে মামলার শুনানির তারিখ ধার্য করেন।
এর আগে গত ১ এপ্রিল হত্যাচেষ্টার এ মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন আ জ ম নাছির। এসময় ফেনীর সংসদ সদস্য নিজাম হাজারী ও সিটি করপোরেশনের কাউন্সিলর প্রার্থী হাসান মাহামুদ হাসনিসহ সাতজন আদালতে হাজিরা দেন।
১৯৯৩ সালের ২৪ জানুয়ারি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় নগর ছাত্রলীগ নেতা সুফিয়ান সিদ্দিকীর ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে মামলাটি দায়ের করা হয়। এ মামলায় আ জ ম নাছিরসহ ১৮ জনকে আসামি করা হয়। ১৯৯৪ সালে মামলাটি হাইকোর্ট স্থগিত করে দেন। পরে ২০১৪ সালের ৯ মার্চ তা প্রত্যাহার করা হয়।
জেলা ও দায়রা জজ আদালতের পিপি আবুল হাসেম জানান, হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় আজ সোমবার আসামিদের উপস্থিতিতে সাক্ষীর জেরার দিন ধার্য ছিল। মামলার ১৮ আসামির মধ্যে আট আসামি উপস্থিত ছিলেন। আদালত আগামী ৪ মে বাদী ও সাক্ষীকে জেরার দিন ধার্য করেন বলেও জানান তিনি।