শাস্তি এড়িয়ে মাঠে নামছেন রোনালদো
শনিবার রাতে এইবারের মুখোমুখি হওয়ার আগে রিয়াল মাদ্রিদের জন্য সুখবর। এক ম্যাচের নিষেধাজ্ঞার কবলে পড়তে হচ্ছে না ক্রিস্টিয়ানো রোনালদোকে। তাই স্প্যানিশ লা লিগার ম্যাচটিতে মাঠে নামতে সমস্যা নেই পর্তুগিজ তারকার।
গত বুধবার রায়ো ভায়েকানোর বিপক্ষে ‘ডাইভিং’, মানে ইচ্ছাকৃতভাবে পড়ে গিয়ে পেনাল্টি আদায়ের চেষ্টার অভিযোগে হলুদ কার্ড দেখতে হয়েছিল রোনালদোকে। লিগে পঞ্চম হলুদ কার্ড দেখায় এক ম্যাচের নিষেধাজ্ঞার শাস্তি নেমে আসে তাঁর বিরুদ্ধে।
রেফারির সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছিল রিয়াল। আপিলের পরিপ্রেক্ষিতে লিগ কমিটির সদস্যরা সভায় বসে টিভি ফুটেজে দেখতে পেয়েছেন, ওই ঘটনায় রোনালদোর কোনো দোষ ছিল না। ইচ্ছাকৃতভাবে পড়ে যাননি ফিফা ব্যালন ডি’অর বিজয়ী; বরং ভায়েকানোর এক ডিফেন্ডারই ফেলে দেন তাঁকে। তাই সে ম্যাচে রোনালদোর হলুদ কার্ড বাতিল করেছে লিগ কমিটি।
বার্সেলোনার চেয়ে চার পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল অবশ্য এইবারের বিপক্ষে হামেস রদ্রিগেজ আর টনি ক্রুসকে পাচ্ছে না। গত বুধবার লিগে পঞ্চম হলুদ কার্ড দেখায় এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন দুজনে। পায়ের চোটের কারণে শনিবার খেলতে পারবেন না গ্যারেথ বেলও।