শিক্ষার্থীদের সন্তানের মতো দেখতে বললেন মন্ত্রী
প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মো. মোস্তাফিজুর রহমান প্রাথমিক শিক্ষকদের উদ্দেশে বলেছেন, ‘আপনাদের সব বাচ্চাদের দেখভাল করার দায়িত্ব দেওয়া হয়েছে, তাদের নিজের সন্তানের মতো করে দেখতে হবে। আপনারা হলেন দায়িত্বপ্রাপ্ত শিক্ষক।’
আজ শনিবার দুপুরে কুমিল্লার চান্দিনা উপজেলায় চান্দিনা মহিলা বিশ্ববিদ্যালয় কলেজমাঠে শিক্ষক ও অভিভাবক সমাবেশের এক অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন। তিনি আরো বলেন, ‘এটা আপনাদের চাকরির ক্ষেত্রে, নীতি-নৈতিকতার ক্ষেত্রে এবং দেশের একজন মানুষ হিসেবে আপনাদের দায়িত্ব।’
চান্দিনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলী আফরোজের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সভাপতি বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদ, সাবেক ডেপুটি স্পিকার সংসদ সদস্য অধ্যাপক আলী আশরাফ, চান্দিনা উপজেলা পরিষদের চেয়ারম্যান তপন বকসী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুনুর রশিদ, জেলা শিক্ষা কর্মকর্তা বিলকিছ আরা প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চান্দিনা উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন।