চট্টগ্রাম নগরে তিনটি গাড়িতে আগুন
চট্টগ্রামের ষোলশহরে তিনটি গাড়িতে আগুন দিয়েছে হরতাল সমর্থকরা। আজ সোমবার সকালে নগরীর ২ নম্বর গেট এলাকায় এ ঘটনা ঘটে।
জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক (প্রশাসন) মীর গোলাম ফারুক জানান, সকাল ৮টার দিকে ষোলশহরের ২ নম্বর গেট এলাকায় ১৫/২০ জন হরতালের সমর্থনে মিছিল বের করেন। তাঁরা বিভিন্ন স্লোগান দিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে দাঁড়ানো একটি ট্রাক, একটি মাইক্রোবাস ও একটি প্রাইভেটকারে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এরই মধ্যে পিকআপটি সম্পূর্ণ ও অন্য দুটি গাড়ি আংশিক পুড়ে যায়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর নেতা মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসি গত শনিবার রাতে কার্যকর করার প্রতিবাদে দলটি আজ সোমবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে।