চট্টগ্রামে ‘নব আনন্দে জাগো’
বাংলা নববর্ষ উদযাপনে বন্দরনগরী চট্টগ্রাম হয়ে উঠেছে উৎসবমুখর। পয়লা বৈশাখের ভোরে শুরু হয় বর্ণিল সব কর্মসূচি। এসব আয়োজনের মধ্যে যান চলাচল স্বাভাবিক রাখতে উন্মুক্ত স্থানের অনুষ্ঠানগুলো বিকেল ৫টার মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে পুলিশ।
জাগো বাঙালি নবরূপে নব আনন্দে জাগো—এ স্লোগানে চারুকলা ইনস্টিটিউট ও জেলা প্রশাসন পৃথক মঙ্গল শোভাযাত্রা বের করে। একই সঙ্গে শিরীষতলায় দিনব্যাপী অনুষ্ঠান আয়োজন করেছে নববর্ষ উদযাপন পরিষদ। এ ছাড়া ডিসি হিলের নজরুল স্কয়ারে বর্ষবিদায় ও বরণের অনুষ্ঠানে আয়োজন করা হয়। পয়লা বৈশাখ বাঙালির উৎসব, সবার যোগে জয়যুক্ত হোক—এ স্লোগানকে উপজীব্য করে দুদিনের উৎসবের আয়োজন করে সম্মিলিত পয়লা বৈশাখ উদযাপন পরিষদ।
এ ছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, প্রেসক্লাব, শিল্পকলা একাডেমির উদ্যোগে আয়োজন করা হয়েছে নববর্ষের অনুষ্ঠানমালা।