১৫ আগস্ট ঘিরে রাজধানীতে কঠোর নিরাপত্তা : ডিএমপি
জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।
আজ বুধবার দুপুরে রাজধানীর ধানমণ্ডির ৩২ নম্বরের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
আছাদুজ্জামান মিয়া বলেন, ‘সারা দেশের সঙ্গে ধানমণ্ডি ৩২ এবং বনানী কবরস্থানে জাতির শ্রদ্ধা নিবেদনের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। ভিআইপিদের শ্রদ্ধা নিবেদন শেষে সাধারণের জন্য উন্মুক্ত থাকবে। শ্রদ্ধা নিবেদনে আসা সাধারণ জনগণকে পুলিশকে সব ধরনের সহযোগিতা করবে।’
আছাদুজ্জামান মিয়া আরো বলেন, ‘ধানমণ্ডি ৩২ নম্বর রোডকেন্দ্রিক সব ধরনের গাড়ি চলাচল সীমিত ও পার্কিং নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া শোক দিবসকে কেন্দ্র করে যেহেতু সমগ্র মহানগরে বিভিন্ন কর্মসূচি থাকবে, সেখানেও আয়োজকদের সঙ্গে সমন্বয়ে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’
ডিএমপি কমিশনার আরো বলেন, ‘প্রতিবারই খেয়াল করি শ্রদ্ধা নিবেদনের সময় ছবি তুলতে গিয়ে অনেকেই বেশি সময় ব্যয় করে। এতে করে অন্যদের ভোগান্তি হয়, দেরি হয়। আপনার জন্য অন্যদের যাতে ভোগান্তি না হয়, সেদিকে খেয়াল রাখবেন।’
কমিশনার বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী আপনাদের নিরাপত্তা দেবে। আপনারাও (জনসাধারণ) তাদের সহায়তা করবেন। ডিএমপি থেকে ধানমণ্ডি ৩২ কেন্দ্রিক যে ট্রাফিক নির্দেশনা দেওয়া হয়েছে, সেটাও আপনারা মেনে চলবেন। কোনো ধরনের ভোগান্তি যাতে না হয়, সেদিকে খেয়াল রাখবেন।’