বাবা ডাক শোনার আগেই বিজিবি সদস্যের মৃত্যু
সতেরো দিন আগে বাবা হন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য রবিউল করিম (৩২)। কিন্তু বাবা ডাক শোনা হলো না তাঁর। গতকাল বুধবার দুপুরে শেরপুর পৌরশহরের চাপাতলী এলাকার ভাড়া বাসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে রবিউলের।
রবিউল শেরপুর সদর উপজেলার ডুবারচর এলাকার নজরুল ইসলামের ছেলে। তিনি শেরপুর পৌরশহরের চাপাতলী এলাকায় স্ত্রীসহ ভাড়া বাসায় থাকতেন। বিজিবি-৭ ব্যাটালিয়নের অধীনে খাগড়াছড়িতে কর্মরত ছিলেন তিনি।
নিহত রবিউলের স্বজনরা জানান, ১৭ দিন আগে ছেলেসন্তানের বাবা হন রবিউল। স্ত্রী সন্তানসম্ভবা দেখে এক মাসের ছুটি নিয়ে গত ২২ জুলাই শেরপুর আসেন তিনি। গতকাল বুধবার দুপুরে ঈদ উপলক্ষে এক আত্মীয়কে বাসায় দাওয়াত দেন রবিউল। তখন একটি ফ্যানের লাইন নষ্ট হয়ে যায়। লাইন ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। দ্রুত তাঁকে শেরপুর সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।