শুরুটা ভালো হলো না সিদ্দিকুরের
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/05/27/photo-1432735034.jpg)
বাংলাদেশের মাটিতে প্রথম এশিয়ান ট্যুর। কিন্তু বসুন্ধরা বাংলাদেশ ওপেন গলফের উদ্বোধনী দিনটা স্বাগতিকদের একদমই ভালো কাটেনি। সবচেয়ে বেশি হতাশ করেছেন সিদ্দিকুর রহমান। বুধবার প্রথম রাউন্ড শেষে দেশের সেরা গলফারের অবস্থান ৩৩তম। তুলনায় দুলাল হোসেনের অবস্থান কিছুটা ভালো। তিনি আছেন ২০তম স্থানে।
কুর্মিটোলা গলফ ক্লাবে প্রতিযোগিতার প্রথম রাউন্ডে সিদ্দিকুর পারের চেয়ে এক শট বেশি খেলেছেন। আর দুলাল খেলেছেন পারের সমান শট।
বাংলাদেশের অন্য গলফারদের মধ্যে দিল মোহাম্মদ ও সজীব আলী ৩৩তম, নূর জামাল, মোহাম্মদ সায়াম, বাদল হোসেন ও জামাল হোসেন ৪৯তম এবং জাকিরুজ্জামান, রবিন মিয়া, মিলন আহমেদ ও জীবন আলী ৮০তম স্থানে আছেন।
প্রথম রাউন্ড শেষে শীর্ষে আছেন সিঙ্গাপুরের মর্দান মামাত। পারের চেয়ে ৫ শট কম খেলেছেন তিনি।
এই প্রতিযোগিতায় ২৫টি দেশের ১৫০ জন গলফার অংশ নিচ্ছেন। তাঁদের মধ্যে বাংলাদেশের ৩১ জন। সিদ্দিকুর ছাড়া আরো নয়জন এশিয়ান ট্যুর চ্যাম্পিয়ন বাংলাদেশ ওপেনে খেলছেন।