ভারতীয় ক্রিকেটে আবার টেন্ডুলকার-সৌরভ ‘জুটি’
দুজনের বন্ধুত্ব দীর্ঘদিনের। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সফলতম উদ্বোধনী জুটি গড়ে তুলেছেন তাঁরাই। এবার নতুনভাবে ‘জুটি’ বাঁধতে যাচ্ছেন শচীন টেন্ডুলকার ও সৌরভ গাঙ্গুলী। দুই ব্যাটিং-কিংবদন্তিকে পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। টেন্ডুলকার-সৌরভের সঙ্গে একই দায়িত্ব পেয়েছেন তাঁদের দীর্ঘদিনের সতীর্থ ভিভিএস লক্ষ্মণও।
কয়েক দিন ধরে ভারতের কয়েকটি গণমাধ্যমে গুঞ্জন চলছিল, ‘টিম ইন্ডিয়া’র পরবর্তী কোচ হতে যাচ্ছেন সৌরভ। তবে সেই সম্ভাবনা এখন শেষই বলা যায়।
সোমবার এক বিবৃতিতে বিসিসিআই সচিব অনুরাগ ঠাকুর জানিয়েছেন, ‘শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী ও ভিভিএস লক্ষ্মণকে বিসিসিআইয়ের ক্রিকেট উপদেষ্টা কমিটির সদস্য হিসেবে মনোনীত করেছেন বিসিসিআই সভাপতি জগমোহন ডালমিয়া। কিংবদন্তি ক্রিকেটাররা এই কমিটির অংশ হওয়ার প্রস্তাব গ্রহণ করেছেন। বিসিসিআইয়ের কী ধরনের উন্নয়নমূলক পদক্ষেপ নেওয়া দরকার, সে ব্যাপারে তাঁরা পরামর্শ দেবেন। এর ফলে ভারতীয় ক্রিকেট ভবিষ্যতের কঠিন চ্যালেঞ্জের জন্য প্রস্তুত হতে পারবে।’ বিসিসিআই জানিয়েছে, তিনজনের দায়িত্বের মধ্যে থাকবে বিদেশ সফরে ‘টিম ইন্ডিয়া’কে সঠিক দিকনির্দেশনা দিয়ে সাফল্যের পথে এগিয়ে নেওয়া এবং ঘরোয়া ক্রিকেটের কাঠামোকে আরো শক্তিশালী করে তোলা।
বিসিসিআই জানিয়েছে, ভারতীয় ক্রিকেটাররা এই তিনজনের কাছ থেকে যে কোনো ধরনের কৌশলগত পরামর্শ নিতে পারবেন। আর ব্যাটসম্যানরা বিশেষভাবে কথা বলতে পারবেন টেন্ডুলকারের সঙ্গে।
আসন্ন বাংলাদেশ সফরে এই তিন তারকা ভারতীয় দলের সঙ্গে আসবেন কি না, তা অবশ্য জানায়নি বিসিসিআই। আগামী ৭ জুন একটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে বাংলাদেশে আসবে ভারত।