তিন দিনেই সহজ জয় অস্ট্রেলিয়ার
‘বুড়ো’ অ্যাডাম ভোগসের অভিষেকেই ইতিহাসগড়া সেঞ্চুরি জয়ের পথে অনেকখানি এগিয়ে দিয়েছিল অস্ট্রেলিয়াকে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে বিশ্ব চ্যাম্পিয়নরা পেয়ে যায় ১৭০ রানের লিড। স্বাগতিকরা পড়ে যায় ইনিংস হারের শঙ্কায়। সেই লজ্জা এড়াতে পারলেও হার এড়াতে পারেনি ক্যারিবীয়রা। দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য মাত্র ৪৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৯ উইকেটের সহজ জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। ডোমিনিকা টেস্ট শেষ হয়েছে তৃতীয় দিনেই।
প্রথম ইনিংসে ১৭০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা ওয়েস্ট ইন্ডিজ বৃহস্পতিবার দ্বিতীয় দিনে হারিয়েছিল দুই উইকেট। শুক্রবার তৃতীয় দিনে চতুর্থ উইকেটে ১৪৪ রানের জুটি গড়ে ভালোই লড়াই চালিয়েছিলেন মারলন স্যামুয়েলস ও অভিষিক্ত শেন ডাউরিচ। কিন্তু এই জুটি ভাঙ্গার পর আর প্রতিরোধ গড়তে পারেননি ক্যারিবীয় ব্যাটসম্যানরা। ৭০ রান করে জশ হেজেলউডের শিকারে পরিণত হন ডাউরিচ। ৭৪ রান করা স্যামুয়েলসকে ফিরিয়ে দেন মিচেল জনসন। ৩ উইকেটে ১৮১ রান থেকে স্বাগতিকদের ইনিংস গুটিয়ে যায় ২১৬ রানে। ২৮ রানে ৪ উইকেট নিয়ে অতিথিদের সেরা বোলার মিচেল স্টার্ক।
৪৭ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়াকে খেলতে হয়েছে মাত্র ৫ ওভার। হারাতে হয়েছে শুধু ২৮ রান করা ডেভিড ওয়ার্নারের উইকেট।
টেস্ট অভিষেকে সবচেয়ে বেশি বয়সে শতক করার রেকর্ড গড়ে ম্যাচসেরা হয়েছেন ভোগস।
১১ জুন থেকে কিংস্টনে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।