সড়ক দুর্ঘটনায় স্বেচ্ছাসেবক লীগের ২ নেতা নিহত
লক্ষ্মীপুরে পিকআপভ্যানের চাপায় স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা নিহত হয়েছেন। ওই দুই নেতা মোটরসাইকেলে ছিলেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে কমলগঞ্জ উপজেলার তোরাবগঞ্জ বাজার এলাকার লক্ষ্মীপুর-রামগতি আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পার্থ কুমার দাস ও রুপন্ন দাস। নিহত পার্থ কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও করুণানগর এলাকার ডালিম কুমার দাসের ছেলে। অন্যদিকে নিহত রুপন্ন হাজিরহাট ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক ও করুণানগর গ্রামের গৌর রঞ্জ দাসের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গতকাল মধ্যরাতে পার্থ ও রুপন্ন মোটরসাইকেলে করে লক্ষ্মীপুর থেকে বাড়িতে ফিরছিলেন। এ সময় তাঁরা তোরাবগঞ্জ বাজার এলাকায় পৌঁছালে একটি পিকআপভ্যান মোটরসাইকেলটিকে সামনে থেকে ধাক্কা দেয়। এ সময় তাঁরা দুজনই মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে পিকআপভ্যানের চাকায় পিষ্ট হন। এতে ঘটনাস্থলেই নিহত হন রুপন্ন। গুরুতর আহত অবস্থায় পার্থকে উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশ জানিয়েছে, নিহত দুজনের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ দুটি ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর পিকআপভ্যানসহ চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় তাঁকে আটক করা সম্ভব হয়নি।