সাকিবের উইকেটে হার্মারের উচ্ছ্বাস
টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি তিন ধরনের ক্রিকেটেই এ মুহূর্তে র্যাংকিংয়ের এক নম্বর অলরাউন্ডার সাকিব আল হাসান। তাঁর উইকেট নিতে পারলে যেকোনো বোলারই খুশি হন। সাইমন হার্মারও উচ্ছ্বসিত। চট্টগ্রাম টেস্টে সাকিবের উইকেট পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করছেন দক্ষিণ আফ্রিকার এই অফস্পিনার।
বৃহস্পতিবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে হার্মার বলেন, ‘দেখে মনে হচ্ছিল ফিফটি করার জন্য সাকিব উদগ্রীব। আমিও তাকে আউট করার সুযোগের অপেক্ষায় ছিলাম। সাকিবকে বিভ্রান্ত করে আউট করতে পেরে দারুণ লাগছে।’
বিশ্বসেরা অলরাউন্ডারের উইকেটের পেছনে ভাগ্যের সহায়তার কথাও জানালেন তিনি, ‘সাকিবের মতো ক্রিকেটারের উইকেট পাওয়া যে কারো জন্যই আনন্দের। তাকে আউট করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি।’
তৃতীয় দিন শেষে ম্যাচের যে অবস্থা, তাতে মোটামুটি সন্তুষ্ট হার্মার, ‘প্রথম দুই দিনের দুরবস্থা কাটিয়ে আমরা অনেকখানি ঘুরে দাঁড়িয়েছি। এখন ব্যাটসম্যানরা দৃঢ়তা দেখাতে পারলে আমরা ভালোভাবে ম্যাচে ফিরতে পারব।’
সেজন্য শুক্রবারের প্রথম সেশন ভীষণ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন এই প্রোটিয়া স্পিনার, ‘কালকের সকালটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। প্রথম সেশনে ব্যাটসম্যানরা বাংলাদেশের বোলারদের ভালোভাবে সামলাতে পারলে দ্বিতীয় ইনিংসে আমাদের পক্ষে ভালো কিছু করা সম্ভব হবে।’