ইতালিতে মসজিদ উড়িয়ে দেওয়ার পরিকল্পনা বানচাল
ইতালিতে মসজিদ উড়িয়ে দেওয়ার পরিকল্পনা বানচাল করে দিয়েছে দেশটির পুলিশ। গোপন সংবাদ পেয়ে ইতালির ফ্লোরেন্স ও সিয়ানা এরিয়ার পুলিশের বিশেষ ইউনিট অভিযান চালিয়ে ফার রাইট গ্রুপের ১২ খ্রিস্টান ধর্মাবলম্বীকে গ্রেপ্তার করে। এ ভয়াবহ হামলার পরিকল্পনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তার করতে বিশেষ অভিযানে নেমেছে ইতালির গোয়েন্দা পুলিশ।
ইতালিতে মসজিদ ও মুসলিমদের ওপর ভয়াবহ হামলার জন্য উগ্র ডানপন্থী খ্রিস্টানরা বিপুল পরিমাণ অস্ত্র ও ডেটোনেটর মজুদ করেছিল। এরই মধ্যে জার্মান ও ইতালিয়ান বোমা, হেলমেট ও যুদ্ধের ইউনিফর্ম জব্দ করেছে পুলিশ। এতে আরো রয়েছে রাইফেল, মেশিনগান, ছুরি, ব্রাস নাকলসসহ নাৎসি ও ফ্যাসিবাদী প্রতীক।
পুলিশ জানায়, মুসলিমরা যখন নামাজে থাকবে, তখন পুরো মসজিদ উড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল উগ্রপন্থীদের। এই ভয়াবহ হামলার পরিকল্পনা ফাঁস হয়ে যাওয়ায় ভয়াবহ বিপদ থেকে রক্ষা পেল মুসলিম সমাজ।
ইতালি পুলিশ জানিয়েছে, রাজধানী রোমে মুসলমানদের গ্র্যান্ড মসজিদে হামলার পরিকল্পনাও করে এসব উগ্র ডানপন্থী খ্রিস্টান।
ইসলামিক কেন্দ্রের প্রধান সামি এলশামি বলেছেন, ‘আমরা উদ্বিগ্ন। কারণ, যতক্ষণ মুসলমান ও অভিবাসীদের বিরুদ্ধে ভুল ধারণা থাকবে, ততক্ষণ আমাদের আশপাশের বিপদ জারি থাকবে।’
এদিকে এক লিখিত বিবৃতিতে ইতালির ডেমোক্রেটিক পার্টির আইনপ্রণেতা ইমানুয়েল ফিয়ানো বলেছেন, ‘বিপুল পরিমাণ অস্ত্রসহ অস্ত্রাগার জব্দ করার ঘটনায় আমি হতবাক। ভয়াবহ পর্যায়ে পৌঁছে যাওয়া এ ধরনের হিংসাত্মক পরিস্থিতি থেকে আমাদের সতর্ক থাকতে হবে।’