মিসরের ওয়ার্ল্ড ইয়ুথ ফোরাম সম্মেলনে যাচ্ছেন তাহমিনা
মিসরের শারম এল শেইখ শহরে তৃতীয় বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ওয়ার্ল্ড ইয়ুথ ফোরাম-২০১৯’। সারা বিশ্ব থেকে নবীন উদ্যোক্তা ও বিভিন্ন বিষয়ে মেধাবীদের অংশগ্রহণে বিশ্ব যুব সম্প্রদায়ের এক মিলন মেলায় পরিনত হয় সম্মেলনটি।
উক্ত সম্মেলনটিতে অংশগ্রহণ করার জন্য মিসর সরকারের যুব উন্নয়ন বিষয়ক মন্ত্রনালয়ের খরচে আগামী ২৪ নভেম্বর মিসরের উদ্দেশ্যে মালয়েশিয়া থেকে যাত্রা করবেন সেগি ইউনিভার্সিটির শেষ বর্ষের বাংলাদেশী শিক্ষার্থী তাহমিনা ভূঁইয়া মিনা। ২৫ দিনের সফর শেষে আগামী ১৮ ডিসেম্বর তিনি মালয়েশিয়া ফিরে আসবেন বলে জানান।
এই অনুষ্ঠানে বিশ্বের ৮০টিরও অধিক দেশ থেকে পাঁচ হাজারের বেশি মানুষ অংশগ্রহণ করবেন। সেই সঙ্গে বিভিন্ন দেশর রাষ্ট্রপ্রধান, আন্তর্জাতিক তরুণ নেতৃবৃন্দ, বিভিন্ন ক্ষেত্রে তরুণদের অনুপ্রেরণা জাগানো ব্যক্তিত্ব ও বিশিষ্ট আন্তর্জাতিক ব্যক্তিত্ব উপস্থিত থাকবেন।
মিসরের ওয়ার্ল্ড ইয়ুথ ফোরাম-২০১৯ সম্মেলনে যাওয়ার ব্যাপারে এনটিভি অনলাইনকে তাহমিনা বলেন, ‘এই অনুষ্ঠানে আমি বাংলাদেশকে তুলে ধরার চেষ্টা করবো।’
তাহমিনা মালয়েশিয়ার সেগি বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের ছাত্রী। বর্তমানে জাতিসংঘের টেকনোলোজি ইনোভেশন ল্যাবে কাজ করছেন। সাংস্কৃতিক অঙ্গনে মালয়েশিয়ায় বাংলাদেশীদের কাছে খুবই পরিচিত একটি মুখ তিনি। তাহমিনা স্বপ্ন দেখেন একদিন তিনি বাংলাদেশের মেয়েদের কাছে অনুপ্রেরণা হবেন, শোনাবেন তাঁর স্বপ্নের পথ পাড়ি দেওয়ার দীর্ঘ গল্প আর তা থেকেই হয়তো বেরিয়ে আসবে আগামী দিনের বাংলাদেশ। তাহমিনা ভূঁইয়া নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার কৃতি সন্তান।