শেরপুরে জমির বিরোধে বৃদ্ধাকে পিটিয়ে হত্যা
জমি সংক্রান্ত বিরোধের জেরে শেরপুরে আনোয়ারা বেগম (৬০) নামের এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ রোববার সকালে সদর উপজেলার বলাইয়ের চর ইউনিয়নের জঙ্গলদী পশ্চিম নয়াপাড়ায় এ ঘটনা ঘটে।
পরে দুপুরে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই গ্রামের শামছুল হক ও তাঁর ছেলে আলতাফ মিয়াকে আটক করেছে পুলিশ।
নিহত আনোয়ারা বেগম ওই এলাকার তোরাব আলীর স্ত্রী।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আলম মামুন নিহতের স্বজনদের বরাত দিয়ে বলেন, নিহত আনোয়ারার স্বামী তোরাব আলীর সঙ্গে তাঁরই নিকট আত্মীয় শামছুল হকদের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। আজ সকালে শামছুল হক তাঁর লোকজন নিয়ে বিরোধপূর্ণ জমিতে কলাগাছ লাগাতে গেলে বাধা দেন আনোয়ারা বেগম।
এ নিয়ে ঝগড়ার একপর্যায়ে আনোয়ারা বেগমের মাথায় লাঠি দিয়ে আঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ওসি আব্দুল্লাহ আল মামুন আরো বলেন, ‘এ নিয়ে মামলার প্রস্তুতি চলছে। এরই মধ্যে দুজনকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’