মক্কায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু
সৌদি আরবের মক্কায় সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। আজ বুধবার স্থানীয় সময় সকালে ওই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত ব্যক্তির নাম জব্বার আলী (৩৫)। তিনি টাঙ্গাইলের সখিপুরের বাসিন্দা। তাঁর বাবার নাম জয়নাল ফকির।
জানা যায়, স্থানীয় সময় সকাল ১০ টায় কাজে যাওয়ার সময় ওই দুর্ঘটনা ঘটে। তিনি মক্কায় সোলাইমান আল ফাহাদ কোম্পানিতে কর্মরত ছিলেন। দেশে তাঁর স্ত্রী ও দুই ছেলে রয়েছে।
নিহতের মরদেহ মক্কার একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।