সাংবাদিক ফারুক চানের মায়ের জন্য রিয়াদে দোয়া মাহফিল
বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ফারুক আহমেদ চানের মা মরহুমা চান বানু মালেকের রুহের মাগফিরাত কামনায় সৌদি আরবের রিয়াদে দোয়া মাহফিল হয়েছে। রিয়াদের জনপ্রিয় প্রতিষ্ঠান কলতান সংগীত একাডেমি তাদের একাডেমি প্রাঙ্গণে এই দোয়া মাহফিলের আয়োজন করে।
দোয়া মাহফিল পরিচালনা করেন একাডেমির অন্যতম প্রতিষ্ঠাতা মোমতাজ উল আলম তাজ ও ওস্তাদ মো. জামশেদ রানা। মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা গাজী সাঈদ ও ফারুক হোসেন, বিএনপি নেতা মিজানুর রহমান কমল ও আবদুস সালাম কিরণ, সাংবাদিক ফোরাম নেতা ফকির আল আমিন, সামাজিক সাংস্কৃতিক সংগঠন শ্যাডোর প্রতিনিধি আরিফুর রহমান, নাজিমুদ্দিন, মিঠু, এনটিভি দর্শক ফোরামের সহসভাপতি ওয়াজেদ হোসেন, মোহাম্মদ ফয়সালসহ রাজনীতিবিদ, সামাজিক ও সাংস্কৃতিক এবং গণমাধ্যমের জ্যেষ্ঠ প্রতিনিধিরা।
মাহফিলে এনটিভির সৌদি আরব প্রতিনিধি ও বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরাম প্রতিনিধি ফারুক আহমেদ চান তাঁর প্রয়াত মায়ের জন্য এমন আয়োজনের জন্য কলতান সংগীত একাডেমির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সবার কাছে তাঁর মায়ের জন্য দোয়া কামনা করেন।
দোয়া মাহফিলে বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরাম, সৌদি আরবের অন্যতম আলোচিত সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এনটিভি দর্শক ফোরাম, এনটিভি সাংস্কৃতিক ফোরাম নেতারা, এনটিভির প্রবাস বিনোদনের খুদে শিল্পীসহ প্রবাসী সমাজের বিপুল বিশিষ্টজন অংশগ্রহণ করেন।