বরিশালে স্ত্রী হত্যার দায়ে মৃত্যুদণ্ড
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/08/17/photo-1439814063.jpg)
স্ত্রীকে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন বরিশালের একটি আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
আজ সোমবার মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত শাহ আলম হাওলাদারের উপস্থিতিতে এ রায় দেন বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আনোয়ারুল হক।
২০০৯ সালের ২০ জানুয়ারি বানারীপাড়া উপজেলার উত্তর বিশারকান্দি গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী গিয়াস উদ্দিন কাবুল জানান, ঘটনার দিন বিকেলে গৃহবধূ লাইজু খানমকে (২৮) মারধর করে স্বামী শাহ আলম। একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়লে তাঁকে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক লাইজু বেগমকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরদিন ২১ জানুয়ারি শাহ আলমকে আসামি করে নিহত লাইজু খানমের ভাই দুলাল হোসেন বানারীপাড়া থানায় মামলা করেন। ওই মামলায় শাহ আলম, একই গ্রামের বাসিন্দা শাহিদা বেগম ও ইউসুফ হাওলাদারকে অভিযুক্ত করে একই বছরের ১৫ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মনজিৎ চন্দ্র শীল। তবে ঘটনার সঙ্গে শাহিদা ও ইউসুফের জড়িত থাকার বিষয়টি প্রমাণিত না হওয়ায় তাঁদের খালাস দিয়েছেন আদালত।
১৩ জন সাক্ষীর মধ্যে ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে প্রধান আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে বলে আইনজীবী গিয়াস জানান।