দলে হাইব্রিড নেতার প্রয়োজন নেই : সেতুমন্ত্রী
রাজশাহীসহ সারা দেশে মন্ত্রী, এমপি ও আওয়ামী লীগ নেতাদের হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপি নেতাদের আওয়ামী লীগে যোগদান প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এ সব হাইব্রিড নেতাদের দলে কোনো প্রয়োজন নেই। এসব নেতারা সবসময় দলের ক্ষতি করে। যে যেখানেই যোগদান করুক না কেন কেন্দ্রের অনুমোদন না পেলে তা চূড়ান্ত হবে না। দলের নীতি-নির্ধারকসহ স্বয়ং প্রধানমন্ত্রী নিজেই বিষয়টি মনিটরিং করছেন।
থ্রি হুইলারসহ অবৈধ যানবাহন চলাচলে নিষেধাজ্ঞার ফলে মহাসড়কে দুর্ঘটনা ১৪ গুণ কমেছে দাবি করে ওবায়দুল কাদের বলেন, মহাসড়কগুলোকে দখলমুক্ত করা হবে। যানজট সৃষ্টি করে এমন স্থানে কোরবানির হাট বসতে দেওয়া হবে না। যেকোনো মূল্যে মহাসড়ক যানজট মুক্ত রাখা হবে।
মন্ত্রী আরো বলেন, ‘মহাসড়কে ফিটনেসবিহীন গাড়ি আর চলবে না।’
আজ বৃহস্পতিবার বিকেলে রাজশাহী সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের এসব কথা বলেন।
অতীতের যেকোনো সময়ের চেয়ে বর্তমানে দেশের সড়কগুলোর অবস্থা ভালো বলে দাবি করে সেতুমন্ত্রী বলেন, এ বছর যা বৃষ্টিপাত হয়েছে, বিগত ২০-৩০ বছরেরও তা হয়নি। আমি সড়ক পরিদর্শনে বের হয়েছি কারণ নিম্নমানের কাজ হলে সেই সড়ক নষ্ট হয়ে যাবে। সরেজমিনে না এলে তা চোখে দেখা যায় না।’ তিনি বলেন, ‘ঢাকা থেকে আইন করা যায়। কিন্তু তা বাস্তবায়ন করা যায় না। এখান থেকে ওখানে বসে প্রকৃত তথ্যও কেউ দিতে চায় না। এ জন্যই আমার এই সফর।’
গ্যাসের দাম বাড়লে পরিবহন সেক্টরে কোনো প্রভার পড়বে কি না তা জানতে চাইলে মন্ত্রী তা নাকচ করে দেন। তিনি বলেন, পরিবহন নেতারা এখন অনেক বেশি সচেতন। তারা জানে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে তেলের দাম উঠানামা করাতে হয়।
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের আগে মন্ত্রী রাজশাহী বিভাগের সড়ক ও জনপদ বিভাগের প্রকৌশলীদের নিয়ে বৈঠক করেন। বৈঠকে তিনি আসন্ন ঈদুল আজহায় ঘরমুখো যাত্রীদের সড়ক পথে যেনো কোনো বিড়ম্বনা পোহাতে না হয় সেজন্য যথাযথ ব্যবস্থা এবং ঈদের এক সপ্তাহ আগে সব সড়ক মেরামতের নির্দেশ দেন।
বৈঠকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক ২০ থেকে ৩০ ফুটে উন্নীত করারও নির্দেশনা দেন মন্ত্রী।
এ সময় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুজ্জামান লিটন, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমেদসহ সরকারি কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।