শেরপুরে স্বাস্থ্যকর্মীসহ দুজন করোনায় আক্রান্ত
শেরপুর জেলায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত দুজন রোগী শনাক্ত হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যায় জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়। আক্রান্তদের একজনের বাড়ি জেলা সদরের লছমনপুরে। তিনি একজন গৃহবধূ। অপরজন শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মী।
শেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেন জানান, দুজনের পরীক্ষার রিপোর্ট পজেটিভ এসেছে। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা আলোচনা করে সিদ্ধান্ত নিচ্ছেন।
এদিকে জানা গেছে শ্রীবরদী স্বাস্থ্য কমপ্লেক্সে ওই স্বাস্থ্যকর্মীর সংস্পর্শে যারা এসেছিলেন তাদের চিহ্নিত করে কোয়ারেন্টিন ও আইসোলেশনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া আক্রান্তের বাড়িসহ আশপাশের বাড়ি লকডাউন করা হচ্ছে।
অপরদিকে শেরপুর সদরে আক্রান্তের বাড়ি ও শ্বশুরবাড়ি লকডাউন করা হয়েছে।