শেরপুরে চিকিৎসক ও ওসিসহ ৬ জনের করোনা শনাক্ত, দুটি হাসপাতাল লকডাউন
শেরপুরে দুই চিকিৎসক, দুই স্বাস্থ্যকর্মী ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) মোট ছয়জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে শেরপুরে করোনা আক্রান্তের সংখ্যা ১৫ জনে দাঁড়াল।
গতকাল শুক্রবার ময়মনসিংহ ল্যাব থেকে পাওয়া নমুনা পরীক্ষায় এ ফলাফল পাওয়ার পর শেরপুর জেলা হাসপাতাল লকডাউন করা হয়েছে। কোয়ারেন্টিনে চলে গেছেন সিভিল সার্জন ডা. একেএম আনোয়ারুর রউফসহ ৩২ স্বাস্থ্যকর্মী। অন্যদিকে নকলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই চিকিৎসক করোনা পজিটিভ হওয়ায় নকলা স্বাস্থ্য কমপ্লেক্সটি লকডাউন করা হয়েছে।
শেরপুরে শুক্রবার করোনায় আক্রান্ত হয়েছেন নকলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই চিকিৎসক, শেরপুর জেলা হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক এবং সিভিল সার্জনের কার্যালয়ের অফিস সহকারী। এ ছাড়া ঝিনাইগাতী থানার ওসি এবং নারায়ণগঞ্জ থেকে আসা এক পোশাকশ্রমিকও আক্রান্ত হয়েছেন।
এদিকে ঝিনাইগাতী থানার ওসি করোনা আক্রান্ত হওয়ায় তাঁর সঙ্গে কর্তব্যরত যাঁরা ছিলেন জেলা পুলিশের পক্ষ থেকে তাঁদের সবাইকে কোয়ারেন্টিনে যেতে বলা হয়েছে।
এদিকে জেলার প্রধান হাসপাতালসহ দুটি হাসপাতাল লকডাউন হওয়ায় বিপাকে পড়েছেন চিকিৎসাপ্রার্থীরা। তবে জেলার সিভিল সার্জন ডা. একেএম আনোয়ারুর রউফ জানিয়েছেন, এ লকডাউন সাময়িক। যত দ্রুত সম্ভব হাসপাতালের চিকিৎসা সেবা শুরু হবে।