সিপিবি ও বাসদের ঘেরাও কর্মসূচি পণ্ড
গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পণ্ড করে দিয়েছে পুলিশ। পরে সংক্ষিপ্ত সমাবেশে তারা অভিযোগ করে, বিদেশি কোম্পানির স্বার্থ রক্ষার্থেই সরকার গ্যাস-বিদ্যুতের দাম বাড়িয়েছে।
আজ সোমবার সকালে গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদ জানাতে পূর্ব ঘোষিত ঘেরাও কর্মসূচির জন্য জাতীয় প্রেসক্লাবের সামনে জড়ো হন কমিউনিস্ট পার্টি ও সমাজতান্ত্রিক দল বাসদের নেতা-কর্মীরা। জ্বালানি মন্ত্রণালয় ঘেরাওয়ের উদ্দেশ্যে প্রেসক্লাবের পূর্ব পাশে গেলে পুলিশ তাদের বাধা দেয়। পরে সেখানেই সংক্ষিপ্ত সমাবেশে এর তীব্র প্রতিবাদ জানান তাঁরা।
সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য রুহিন হোসেন প্রিন্স এ সময় বলেন, ‘বিইআরসির নিয়ম অনুযায়ী ৯০ দিনের মধ্যে সিদ্ধান্ত ঘোষণা করতে হবে। ওনারা ৯০ দিনের মধ্যে সিদ্ধান্ত ঘোষণা করলেন না। তার মানে ৯০ দিন পর এটা ইনভ্যালিড হয়ে গেল। যদি নতুন করে দাম বাড়াতে হয় তবে এ কোম্পানি আবার নতুন করে প্রস্তাব করবে, আবার গণশুনানি হবে, তারপর ওনারা কথা বলবেন। ওনারা সেটি করলেন না। কারণ যুক্তি, বুদ্ধি ও তথ্যের কাছে হার মানে তখন এসব শাসকরা দুই নম্বরি পথ গ্রহণ করে।’