শিক্ষার্থী নয়, ভ্যাট দেবে বিশ্ববিদ্যালয় : এনবিআর
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিউশন ফির ওপর আরোপিত সাড়ে ৭ শতাংশ ভ্যাট শিক্ষার্থীদের দিতে হবে না, দিতে হবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। আজ বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
বোর্ডের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মুমেনের সই করা ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন করে শিক্ষার্থীদের কাছ থেকে আদায়ের জন্য ভ্যাট আরোপ করা হয়নি। বিদ্যমান টিউশন ফির মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ‘ভ্যাট বাবদ অর্থ পরিশোধ করার দায়িত্ব সম্পূর্ণরূপে বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের, কোনোক্রমেই শিক্ষার্থীদের নয়। বিদ্যমান টিউশন ফির মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় টিউশন ফি বাড়ার কোনো সুযোগ নেই।’
এ বিষয়ে সৈয়দ এ মুমেন এনটিভি অনলাইনকে বলেন, ‘আইনে যা আছে আমরা তাই বলেছি। শিক্ষার্থীদের ওপরে কোনো ভ্যাট আরোপ করা হয়নি। যাঁরা আন্দোলন করছেন তা ভুল বুঝেছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ লাভ করছে সেখান থেকে তারা ভ্যাট দেবে। শিক্ষার্থীরা কেন দেবে?’
ভ্যাট আরোপের পর থেকে যদি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো টিউশন ফি বাড়িয়ে দেয় সে ক্ষেত্রে কী হবে তা জানতে চাইলে এনবিআরের এই কর্মকর্তা বলেন, ‘সে ক্ষেত্রে তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধরবে।’