কোভিড-১৯ : সাংসদ দবিরুলকে হেলিকপ্টারে ঢাকায় স্থানান্তর
করোনাভাইরাসে আক্রান্ত ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য আলহাজ দবিরুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
আজ সোমবার দুপুর ২টার দিকে বালিয়াডাঙ্গী সমিরউদ্দিন কলেজ মাঠ থেকে সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে ঢাকায় নেওয়া হয়।
ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে সংসদ সদস্যকে ভর্তি করা হবে বলে তাঁর স্বজনরা জানিয়েছেন।
জেলা সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার জানান, গত রোববার প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী সংসদ সদস্যসহ নতুন করে জেলায় আরো ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮১০ জনে।
সংসদ সদস্য দবিরুল ইসলামের করোনা উপসর্গ দেখা দিলে গত ২১ আগস্ট তাঁর নমুনা সংগ্রহ করা হয়। দুদিন পর ২৩ আগস্ট সন্ধ্যায় ফলাফল পজিটিভ আসে বলে জানান সিভিল সার্জন।