ঈদে ঐক্যের আহ্বান আ জ ম নাছির ও শাহদাতের
চট্টগ্রামবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে নগর পরিষ্কার রাখার আহ্বান জানিয়েছেন সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।
ঈদুল আজহা উপলক্ষে আজ শুক্রবার চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ ঈদগাহে আয়োজিত ঈদের নামাজ শেষে মেয়র সাংবাদিকদের এ কথা বলেন। একই সময়ে একই ঈদগাহে নামাজ আদায় করেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শাহদাত হোসেন। তিনি ভেদাভেদ ভুলে ঐক্যের মাধ্যমে দেশ গড়ার আহ্বান জানান।
সকাল ৮টায় অনুষ্ঠিত প্রথম জামাতে ইমামতি করেন মাওলানা জালালুদ্দিন আল কাদেরী। এখানে অন্যান্যের মধ্যে নামাজ আদায় করেন সংসদ সদস্য মইনউদ্দীন খান বাদল।
আ জ ম নাছির বলেন, ‘ঈদুল আজহা উপলক্ষে চট্টগ্রাম নগরবাসীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আমি প্রত্যাশা করছি, নগরবাসী সব ধরনের ইতিবাচক, গঠনমূলক এবং জনকল্যাণধর্মী কর্মকাণ্ডে সব ধরনের সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে দল-মত, জাতি-ধর্ম নির্বিশেষে আন্তরিকভাবে সহযোগিতা করবে। আমরা স্বাধীন দেশের নাগরিক। এই নগর আপনার আমার সবার। নগরকে পরিষ্কার রাখা, পরিচ্ছন্ন রাখা এটি আমাদের নৈতিক দায়িত্ব। ঈদুল আজহা উপলক্ষে নগরবাসীকে আহ্বান জানাই, আসুন, এ দিনে আমরা অঙ্গীকার করি, সবাই শপথে বলীয়ান হই যেন শহর পরিচ্ছন্ন রাখতে পারি।’
নামাজ শেষে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শাহদাত হোসেন বলেন, ‘ঈদুল আজহার মূল মর্মার্থ হচ্ছে ত্যাগ স্বীকার করা। আমাদের সবাইকে স্ব-স্ব স্থান থেকে ত্যাগ স্বীকার করে একটি সুন্দর, সমৃদ্ধশালী দেশ গড়তে হানাহানি, ভেদাভেদ, বিরোধী দলের প্রতি দমন, নিপীড়ন, নির্যাতন, মামলা, হামলা সবকিছু উঠিয়ে নিতে হবে। ভুলে যেতে হবে ভেদাভেদ এবং একটি ঐক্যের মাধ্যমে আমাদের সবাইকে সুন্দর, সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলতে হবে।’
শাহদাত আরো বলেন, ‘আমাদের দলের ওপর যে দমন চলছে, নিপীড়ন চলছে, আমাদের অসংখ্য নেতা আজ জেলে আছে। সুখ লাগত, খুশি লাগত যদি সবাইকে নিয়ে ঈদ করতে পারতাম।’