অপকর্মকারীরা ভবিষ্যতে মনোনয়ন পাবে না : সেতুমন্ত্রী
আওয়ামী লীগের কিছু কিছু নেতা-কর্মীর জন্য সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি জানিয়েছেন, ওই সব অপকর্মকারীর তালিকা তৈরি করছে সরকার। ভবিষ্যতে তারা মনোনয়ন পাবে না।
আজ রোববার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনীর ধুমঘাট ব্রিজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সেতুমন্ত্রী এসব কথা বলেন।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের বলেন, ‘আমি জানি যে কিছু কিছু জনপ্রতিনিধি এবং কিছু কিছু আমাদের নেতা-কর্মীর জন্য তৃণমূল পর্যায়ে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। তারা, এই যে কনস্টেবলের চাকরি দিয়ে টাকা আদায় করা, সুইপারের চাকরি দিয়ে টাকা আদায় করা, স্কুলের নৈশপ্রহরীর চাকরি দিয়েও টাকা আদায় করে এবং কমিশন খায়। এবং টিআর কাবিখাতেও ভুয়া নাম দিয়ে অনেকে অনেক অপকর্ম করছে। কাজেই এগুলো সরকারের নলেজে আছে। তারপর কোনো কোনো জায়গায় খুন-খারাবি হচ্ছে, তারপর সামান্য কারণে খুন-খারাবি করছে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে খুন-খারাবি হচ্ছে। জমি দখল করা হচ্ছে আওয়ামী লীগের নামে। তারপরে কোথাও কোথাও এমনও হচ্ছে যে অনেক নিরীহ নারী ধর্ষণের শিকার হচ্ছে। এটা এখানেও এই জেলায় ঘটেছে।’
এই বিষয়গুলো সরকারের জানা আছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘কাজেই এগুলো যে সরকারের নলেজে যে নেই তা নয়। আমি নিজেও জানি। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে, আমি এটা বলতে পারি, সারা বাংলাদেশে আওয়ামী লীগের নামে যারা অপকর্ম করছে, তাদের তালিকা তৈরি হচ্ছে। তাদের মধ্যে যারা জনপ্রতিনিধি তারা নেক্সট টাইমে আওয়ামী লীগের মনোনয়ন পাবে না এটা আমি নিশ্চিত বলতে পারি। যেখানে মনোনয়ন নেই সেখানে সমর্থন তারা পাবে না। এবং সারা দেশে এই অপকর্মকারীদের তালিকা করা হচ্ছে।’
অপকর্মকারীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে জানতে চাইলে নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য ওবায়দুল কাদের বলেন, ‘ব্যবস্থা নেওয়ার জন্য তালিকা হচ্ছে। যারা শেখ হাসিনার অর্জনকে ম্লান করছে, তারা পার্টির নামে অপকর্ম করছে, তাদের তালিকা হচ্ছে প্রধানমন্ত্রীর নির্দেশে। তাদের বিরুদ্ধে যথাসময়ে ব্যবস্থা নেওয়া হবে। এবং কেউ কেউ ভবিষ্যতে মনোনয়নও পাবে না, যারা অপকর্ম করছে।’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেনের কাজ প্রসঙ্গে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, ‘আগামী ডিসেম্বর মাসের মধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফোর লেইনের কাজ শেষ হবে। দেশি-বিদেশি কোনো প্রতিষ্ঠানের জন্য আর সময় বাড়ানো হবে না। দেশি-বিদেশি যে ঠিকাদারি প্রতিষ্ঠান ব্যর্থ হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আগামী ডিসেম্বর মাসের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধুমঘাট ব্রিজসহ দুটি ব্রিজ উদ্বোধন করার কথা রয়েছে।’
চার লেন মহাসড়কে ২৩টি ব্রিজের মধ্যে ধুমঘাট ব্রিজ ৪২ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে।
সেতুমন্ত্রী হাঁটতে হাঁটতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশীর্বাদে ও ছাতার ছায়াতলে আছেন বিধায় আজও কাজ করে যেতে পারছেন। প্রধানমন্ত্রীর আশীর্বাদ বা ছাতার নিচে না থাকলে এত দিনে তাঁর দলের নেতা-কর্মীরা তাঁকে মেরে লাশ নদীতে ফেলে দিত।
এ সময় সড়ক পরিবহনমন্ত্রীর সঙ্গে চার লেন প্রক্ল্প পরিচালক, মহাসড়কের হাইওয়ে বার আউলিয়া থানার ওসিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ রোববার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনীর ধুমঘাট ব্রিজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ছবি : এনটিভি