খালার বাড়িতে বেড়াতে এসে নদীতে ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু
কুড়িগ্রামের রৌমারী উপজেলার খঞ্জনমারা এলাকায় সোনাভরি নদীতে গোসল করতে নেমে তিন স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মৃতরা হলো খঞ্জনমারা গ্রামের হায়দার আলী ছেলে অষ্টম শ্রেণির ছাত্র সিয়াম (১৩), সিয়ামের খালাত ভাই রৌমারীর কাউয়ারচর গ্রামের আব্দুল কাদেরের ছেলে নবম শ্রেণির ছাত্র হামিম (১৪) ও সিয়ামের খালাত বোন গাইবান্ধার সাদুল্ল্যাপুর উপজেলার কিষামত বড়বাড়ি গ্রামের অলি উল্ল্যাহর মেয়ে পঞ্চম শ্রেণির ছাত্রী জিন্নাত খাতুন দিনা (১০)।
স্থানীয়দের বরাত দিয়ে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইনাম বলেন, ‘হামিম, জিন্নাতসহ কয়েকজন ভাইবোন তাদের পরিবারের সঙ্গে খালু হায়দার আলীর বাড়িতে বেড়াতে আসে। আজ দুপুরের দিকে বাড়ির পাঁচ শিশু-কিশোর সোনাভরি নদীতে গোসল করতে যায়। গোসল শেষে দুজন তীরে উঠে এলেও তিনজন পানিতে ডুবে যায়।’
পরে স্থানীয়রা তাদের তিনজনকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।