‘বিএনপিকে জড়িয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য দুঃখজনক’
দুই বিদেশি নাগরিক হত্যার সঙ্গে বিএনপি-জামায়াতকে জড়িয়ে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্য দুঃখজনক ও অনভিপ্রেত বলে মন্তব্য করেছে বিএনপি।
আজ রোববার দুপুরে দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন।
বিএনপির মুখপাত্র বলেন, ‘বিষয়টি যখন তদন্তের পর্যায়ে থাকে, তখন এ ধরনের মন্তব্য অত্যন্ত অনভিপ্রেত। শাসক দলের প্রধানের কাছ থেকে আমরা অবশ্যই দায়িত্বশীল মন্তব্য আশা করি। তিনি যখন বিএনপির নাম উল্লেখ করে অথবা অন্য বিরোধী দলের নাম উল্লেখ করে বলেন যে এদের সংশ্লিষ্টতা আছে, তখন তাঁর এ মন্তব্য অত্যন্ত দুঃখজনক। এ মন্তব্য অনভিপ্রেত বলে আমরা মনে করি।’
আসাদুজ্জামান রিপন বলেন, বিএনপি এ ধরনের সব হত্যাকাণ্ডের নিন্দা করে এবং এর সঙ্গে জড়িত প্রকৃত দোষীদের যথাযথ তদন্তের মাধ্যমে বিচারের আওতায় নিয়ে আসার জোর দাবি জানায়। তিনি আরো বলেন, সাদা পোশাকধারী র্যাব সদস্যরা রংপুর বিএনপি নেতা আনিসুর রহমান লাকুসহ যুবদলের বেশ কয়েকজনকে তুলে নিয়ে গেছে। এ সময় তিনি অবিলম্বে তাঁদের মুক্তির দাবি জানান।