কটক-কলঙ্কে সমালোচনার ঝড়
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ব্যাটসম্যানদের পারফরম্যান্স নিঃসন্দেহে হতাশাজনক ভারতের জন্য। টি-টোয়েন্টি ক্রিকেটে ঘরের মাঠে সর্বনিম্ন ৯২ রানে অলআউট হওয়ার লজ্জায় পড়তে হয়েছে ‘টিম ইন্ডিয়া’কে। তবে ব্যাটসম্যানদের চেয়ে দর্শকের ‘পারফরম্যান্স’ ভারতকে বেশি লজ্জায় ফেলে দিয়েছে। দলের নিশ্চিত হার মেনে নিতে না পেরে মাঠে পানিভরা প্লাস্টিকের বোতল ছুড়ে মেরেছেন কটকের বারাবাতি স্টেডিয়ামের দর্শকরা, যার জন্য দুই দফায় প্রায় এক ঘণ্টা বন্ধ রাখতে হয়েছে খেলা। দর্শকের ন্যক্কারজনক আচরণ নিয়ে সমালোচনার ঝড় বইছে ক্রিকেট-দুনিয়ায়।
ভারতের সাবেক ব্যাটসম্যান ভিভিএস লক্ষ্মণ টুইটারে লিখেছেন, ‘ভারত যেভাবে খেলেছে, তা হয়তো দর্শককে কষ্ট দিয়েছে। কিন্তু সে জন্য তারা যেমন আচরণ করেছে, তা খুবই দুঃখজনক।’ একই রকম মন্তব্য করেছেন যুবরাজ সিং। তিনি লিখেছেন, ‘কী লজ্জা! আমরা যখন জিতে যাই, তখন সব ঠিক থাকে। কিন্তু হেরে গেলে আপনারা এ রকম আচরণ করবেন? দয়া করে খেলোয়াড় ও এই খেলাটার প্রতি কিছুটা সম্মান দেখান।’
উড়িষ্যা থেকে উঠে আসা প্রজ্ঞান ওঝা নিজ প্রদেশের দর্শকের এমন আচরণ মেনে নিতে পারছেন না কিছুতেই। টুইটারে এই বাঁহাতি স্পিনারের প্রতিক্রিয়া, ‘অল্প কিছু নির্বোধের জন্য পুরো উড়িষ্যার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা বেদনাদায়ক।’ জনপ্রিয় ধারাভাষ্যকার হার্ষা ভোগলের টুইট, ‘কটকে দেখা গেল খুবই অপমানজনক দৃশ্য। মাঠের মধ্যে বোতল ছুড়ে মারার অধিকার কারো নেই। খেলোয়াড়দের থেকেও বাজে পারফরম্যান্স দেখিয়েছে দর্শক।’
দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথও তীব্র সমালোচনা করেছেন এমন অনাকাঙ্ক্ষিত আচরণের। টুইটারে তিনি লিখেছেন, ‘সত্যিই খুব দুঃখজনক ও হতাশ করার মতো ব্যবহার করেছে কটকের দর্শক। খেলার মাঠে এ ধরনের দৃশ্য কাঙ্ক্ষিত নয়।’ ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন তো ভারতে কয়েক বছর আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ রাখার দাবি জানিয়েছেন, ‘কটকে ও ভারতের অনেক ভেন্যুতে দেখা গেছে এমন ন্যক্কারজনক দৃশ্য। এর শাস্তি হতে পারে সহজ। কয়েক বছরের জন্য তাদের আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন করতে দেওয়া যাবে না।’
সোমবার প্রোটিয়া বোলারদের দারুণ বোলিংয়ে ১৭.২ ওভারে ৯২ রানে গুটিয়ে যায় ভারত। স্বাগতিকদের ইনিংস শেষে প্রথম দফা বোতল ছুড়েছিল দর্শক। দক্ষিণ আফ্রিকার ইনিংস চলার সময় দর্শকের উচ্ছৃঙ্খল আচরণের জন্য খেলা বন্ধ রাখতে হয়েছিল দুই দফা। তবে প্রোটিয়া ব্যাটসম্যানদের দমানো যায়নি। ১৭ বল হাতে রেখে সহজেই ছয় উইকেটে জিতে তিন ম্যাচের সিরিজ জয়ও নিশ্চিত করেছে সফরকারীরা।