দর্শক-হাঙ্গামার ব্যাখ্যা দাবি ভারতীয় বোর্ডের
নিপাট ভদ্রলোক, সৎ-সজ্জন ব্যক্তি হিসেবে ভারতীয় ক্রিকেটে শশাঙ্ক মনোহর একটা আলাদা জায়গা করে নিয়েছেন। অথচ তিনি দ্বিতীয় দফা ক্রিকেট বোর্ডের দায়িত্ব নেওয়ার পরই কি না এমন কাণ্ড! গত সোমবার কটকের বারাবাতি স্টেডিয়ামে দর্শক-উচ্ছৃঙ্খলতায় পণ্ড হতে বসা ম্যাচটির পর অবশ্য চুপচাপ বসে থাকছেন না ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নতুন সভাপতি। কটক যে রাজ্যের শহর, সেই উড়িষ্যার ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাছে পুরো ঘটনার রিপোর্ট দেওয়ার আদেশ দিয়েছেন তিনি।
ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টি-টোয়েন্টিতে দর্শকের মাঠের ভেতর বোতল ছোড়ার ন্যক্কারজনক ঘটনায় কটক এখন চাপের মুখে। ভারতের ব্যাটিং-কিংবদন্তি সুনীল গাভাস্কার তো বারাবাতি স্টেডিয়ামকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন।
এ ঘটনায় বিসিসিআই সভাপতিও ভীষণ ক্ষুব্ধ। ভারতীয় বোর্ড নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে জানিয়েছে, ‘বিসিসিআই সভাপতি শশাঙ্ক মনোহর উড়িষ্যা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব আশীর্বাদ বেহেরাকে দুই দিনের মধ্যে পুরো ঘটনার বিবরণসহ রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। আইসিসির নির্দেশনার পরও দর্শক কীভাবে পানির বোতল নিয়ে স্টেডিয়ামে ঢুকেছিল, রাজ্য সংস্থাটির কাছে তার ব্যাখ্যা চেয়েছেন মিস্টার মনোহর।’
ভারতের বেশির ভাগ স্টেডিয়ামেই পানির বোতল নিয়ে ঢোকার অনুমতি নেই। তবে আশীর্বাদ বেহেরা স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, তীব্র গরমের কারণে দর্শককে বোতল নিয়ে ঢোকার অনুমতি দেওয়া হয়েছিল।
সোমবার প্রোটিয়া বোলারদের দারুণ বোলিংয়ে ঘরের মাঠে টি-টোয়েন্টিতে সর্বনিম্ন ৯২ রানে অলআউট হওয়ার লজ্জায় পড়েছে ভারত, যা কিছুতেই মেনে নিতে পারেনি দর্শকরা। ভারতের ইনিংস শেষে তারা একবার মাঠে বোতল ছুড়েছিল। দক্ষিণ আফ্রিকার ইনিংস চলার সময় দুই দফায় প্রায় এক ঘণ্টা খেলা বন্ধ রাখতে হয়েছিল একই কারণে।