খুলনায় রাজস্ব সংলাপ আজ
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/10/23/photo-1445548981.jpg)
জাতীয় রাজস্ব বোর্ডের ঢাকা কার্যালয়। ফাইল ছবি
খুলনার খালিশপুরে বাংলাদেশ নৌবাহিনীর ফেয়ারওয়ে বহুমুখী হলে আজ শুক্রবার সন্ধ্যায় রাজস্ব সংলাপ-২০১৫ অনুষ্ঠিত হবে। সংবাদ সংস্থা বাসস জানিয়েছে, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), কাস্টমস, খুলনা কর অঞ্চলের এক্সাইজ অ্যান্ড ভ্যাট কমিশনারেট এবং মংলা কাস্টম হাউস যৌথভাবে রাজস্ব সংলাপের আয়োজন করছে।
এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান প্রধান অতিথি হিসেবে সংলাপে উপস্থিত থাকবেন বলেও জানিয়েছে সংবাদ সংস্থাটি।