সুস্থ হয়ে বাড়ি ফিরলেন সৌরভ
সুস্থ হয়ে উঠেছেন ভারতের সাবেক অধিনায়ক ও বর্তমান বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গাঙ্গুলী। তাঁর সব রিপোর্টই ভালো। তাই আজ বৃহস্পতিবার হাসাপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে তাঁকে। সংবাদ সংস্থা এএনআই ও আনন্দবাজার খবরটি নিশ্চিত করেছে।
সৌরভের হাসপাতাল ছাড়ার খবর শুনে ভিড় জমান ভক্তরা। সবার উদ্দেশ্য সৌরভ জানান, ভালো আছেন তিনি। বিসিসিআই সভাপতি বলেন, ‘আমি ভালো আছি। জীবনে ফিরলাম। আপনাদের সবাই অনেক ধন্যবাদ। বিশেষ করে হাসাপাতালের সবাইকে ধন্যবাদ। এখানকার চিকিৎসক, নার্স, হাসপাতালের কর্মীরা যেভাবে আমার সেবাযত্ন ও চিকিৎসা করেছেন, তার জন্য সবাইকে ধন্যবাদ। আশাকরি আমি দ্রুতই ফ্লাই করতে পারব।’
আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, সৌরভ বাড়ি ফেরার পর আলিপুরের ওই বেসরকারি হাসপাতালের সিইও রূপালি বসু বলেন, ‘সৌরভের আরো দুটি ব্লকেজ রয়েছে। তবে সেটা খুবই মাইনর। পরে কোনো সময় সেটা করিয়ে নিলেই হবে।’
হাসপাতাল সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি আরো জানায়, আপাতত দুই সপ্তাহ চিকিৎসকদের পরামর্শমতো কঠোর নিয়মকানুন মেনে চলতে হবে সৌরভকে। এর মধ্যে শারীরিক পরীক্ষা-নিরীক্ষাও চলবে। এখন সৌরভের রক্তচাপ, কোলেস্টেরল, থাইরয়েড এবং অন্যান্য শারীরিক মাপকাঠি নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে। কিন্তু স্টেন্ট বসানোর পর সেই পরিস্থিতির কোনো পরিবর্তন হচ্ছে কি না, তা নিয়মিত পরীক্ষা করে দেখা হবে।
এর আগে গত মঙ্গলবার বিশেষ বিমানে করে সৌরভকে দেখতে যান হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি। অসংখ্য সৌরভ ভক্তদের চিন্তামুক্ত করে তিনিও জানিয়ে গেছেন, সাবেক ভারত অধিনায়ক এখন সম্পূর্ণ বিপদমুক্ত।
সৌরভকে দেখে আসার পরে দেবী শেঠি সাংবাদিকদের সামনে বলেন, ‘সৌরভের হৃদ্যন্ত্রের বিন্দুমাত্র কোনো ক্ষতি হয়নি। ২০ বছর বয়সে যেমন শক্তিশালী ছিল, তেমনই আছে। সৌরভ এখনো প্লেন চালাতে পারেন, ম্যারাথন দৌড়াতে পারেন, প্রয়োজন হলে আবার ক্রিকেটও খেলতে পারেন।’
শেঠি আরো বলেন, ‘সৌরভের ব্লকেজ ধরা পড়েছে। সেটা যেকোনো মানুষেরই দেখা দিতে পারে। সৌরভ ধূমপান করেন না, অন্য কোনো বদঅভ্যাসও নেই। তার ওপর নিয়মিত শরীর চর্চা করেন। তবে তারপরও এই ধরনের হার্ট অ্যাটাক চিকিৎসকদের চিন্তায় ফেলেছিল। তবে সৌরভ সব করলেও দীর্ঘদিন কোনো শারীরিক পরীক্ষা করেননি। যে কারণে সৌরভের হার্ট অ্যাটাকের আগাম ইঙ্গিত পাওয়া যায়নি। তবে সৌরভ এই ধরনের পরীক্ষা আগে থেকে করালে আজ থেকে অন্তত ১৫ বছর আগে এই ধরনের ভবিষ্যদ্বাণী করে দেওয়া যেত।’