ফরিদপুরে ‘দুই গাঁজা ব্যবসায়ী’ আটক
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/11/03/photo-1446565830.jpg)
ফরিদপুরের সালথায় মিজানুর রহমান (৪০) ও শাকিল (২২) নামের দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পুলিশ দাবি করেছে, ওই দুই ব্যক্তি গাঁজা ব্যবসায়ী। উভয়ের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা আটক করার কথা জানিয়েছে পুলিশ।
গতকাল সোমবার ওই দুজনকে আটক করে পুলিশ। সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডি এম বেলায়েত হোসেন বলেন, ‘উপজেলার আটঘর ইউনিয়নের নকুলহাটি এলাকা থেকে মিজানুর ও শাকিলকে আটক করা হয়। এদের কাছে ১০০ গ্রাম গাঁজাও পাওয়া যায়।’ আজ মঙ্গলবার মাদকদ্রব্য আইনে মামলা করে উভয়কে আদালতে পাঠানো হয় বলে ওসি বেলায়েত জানান।
আটক দুজনই নকুলহাটি গ্রামের বাসিন্দা বলে জানায় পুলিশ।
ইটভাটার মালিককে জরিমানা
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের ভাটপাড়ায় কে এইচ এস ইট ভাটার মালিক ওমর কাজীকে আজ মঙ্গলবার ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. খায়রুজ্জামান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বারাশিয়া নদী থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে ওমর কাজীকে এ শাস্তি প্রদান করা হয়।