দুই বীরশ্রেষ্ঠর পরিবারকে ফেনী বিজিবির সম্মাননা
মুক্তিযুদ্ধে শহীদ দুই বীরশ্রেষ্ঠর পরিবারকে সম্মাননা দিয়েছে ফেনীর ৪ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)। বিজিবির বীরশ্রেষ্ঠ ব্যাটালিয়ন নামে পরিচিত ৪ বিজিবি ব্যাটালিয়ন আজ রোববার দুপুরে ফেনীর ব্যাটালিয়ন সদর দপ্তরে ইউনিটটির ৬৭তম রাইজিং ডে বা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে যশোর থেকে বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের এবং ফরিদপুর থেকে বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফের পরিবারের সদস্যরা যোগ দেন।
১৯৬৮ সালে প্রতিষ্ঠিত হয় ৪ ইস্ট পাকিস্তান রাইফেলস ব্যাটালিয়ন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এর নামকরণ হয় ৪ বাংলাদেশ রাইফেলস ব্যাটালিয়ন। বর্তমানে এর নাম ৪ বর্ডার গার্ড ব্যাটালিয়ন। মুক্তিযুদ্ধে বীরশ্রেষ্ঠ খেতাব পাওয়া সাতজন বীরশ্রেষ্ঠর মধ্যে দুজনই এই ব্যাটালিয়নের হওয়ায় একে বীরশ্রেষ্ঠ ব্যাটালিয়ন বলেও অভিহিত করা হয়।
বিজিবির কুমিল্লার সেক্টর কমান্ডার কর্নেল আমিরুল ইসলাম সিকদার ও ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শামিম ইফতেখার কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের উদ্বোধন করেন।
এ সময় শহীদ আবদুর রউফের দুই বোন জোহরা বেগম ও হাজেরা বেগমের হাতে এবং শহীদ নূর মোহাম্মদ শেখের নাতির হাতে ক্রেস্ট ও কিছু উপহারসামগ্রী তুলে দেওয়া হয়। শহীদ নূর মোহাম্মদের স্ত্রী বেঁচে থাকলেও তিনি অসুস্থ থাকায় অনুষ্ঠানে যোগ দিতে পারেননি।
অনুষ্ঠানে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সাংবাদিকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।