মুন্সীগঞ্জে সিমেন্ট শিটের নিচে পড়ে শ্রমিক নিহত
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় সিমেন্টের তৈরি শিটের নিচে চাপা পড়ে মো. বিপ্লব (২০) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার বাউশিয়া এলাকায় আনোয়ার সিমেন্ট কারখানায় এ ঘটনা ঘটে।
নিহত বিপ্লবের বাড়ি পঞ্চগড় জেলায়। তাঁর বাবার নাম আমিনুল ইসলাম। তিনি আনোয়ার সিমেন্ট শিট লিমিটেড নামের একটি কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন।
এ বিষয়ে জানতে চাইলে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেদায়েতুল ইসলাম ভূঁইয়া জানান, কারখানায় কাজ করার সময় সিমেন্টের তৈরি শিট বিপ্লবের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ওসি আরো বলেন, ময়নাতদন্তের পর বিপ্লবের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।