নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/05/02/munshiganj.jpg)
মুন্সীগঞ্জের স্থানীয় একটি দৈনিক পত্রিকার নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি করা হয়েছে।
আজ রোববার দুপুর সাড়ে ১২টায় মুন্সীগঞ্জ প্রেসক্লাবে শফিউদ্দিন মিলানায়তনে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান গণমাধ্যমকর্মীরা। এ সময় দৈনিক রজত রেখা নামে ওই পত্রিকাটির সম্পাদকও উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, রজত রেখা পত্রিকার নির্বাহী সম্পাদক মাহমুদুল হাসান সাদী একজন মেধাবী ও তরুণ সাংবাদিক। বিভিন্ন সময় নানা অপরাধমূলক সংবাদ প্রকাশের জের ধরে ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রীমহল তাঁর সুনাম ক্ষুণ্ণ করার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
তারই ধারাবাহিকতায় সাদীর বিরুদ্ধে একটি মিথ্যা হয়রানিমূলক মামলা দায়ের করা হয়েছে। তাই অতিদ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান গণমাধ্যমকর্মীরা।
এ সময় সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন পত্রিকাটির সম্পাদক অ্যাডভোকেট শাহীন মোহাম্মদ আমানউল্লাহ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মামুনুর রশিদ খোকা, প্রেসক্লাবের সহসভাপতি গোলজার হোসেন, সাবেক সভাপতি আরিফ উল ইসলাম, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন আহমেদ সুমন, সাংবাদিক সাইফুর রহমান টিটু, অ্যাডভোকেট লাভলু মোল্লা, সাংবাদিক সনিয়া হাবিব লাবনী, সেতু ইসলামসহ অনেকে।
গত ২৩ এপ্রিল সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের ছোট মোল্লাকান্দি ও খাসকান্দি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একটি সংঘর্ষের ঘটনা ঘটে। সেই সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগ এনে ওই সাংবাদিককে আসামি করে মামলাটি দায়ের করা হয়।