তৃণমূল বিএনপি অঙ্কুরে ধ্বংস হবে : মাহবুবুর
ব্যারিস্টার নাজমুল হুদার দল ‘তৃণমূল বিএনপি’ অঙ্কুরেই ধ্বংস হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান।
আজ শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে মজলুম জননেতা মওলানা ভাসানীর ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল আয়োজিত ‘মওলানা ভাসানী ও আজকের রাজনীতি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান। দলের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
গতকাল রাজধানীর একটি হোটেলে ‘তৃণমূল বিএনপি’ নামে নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেন বিএনপি থেকে বহিষ্কার হওয়া সাবেক যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা। তিনি নিজেই নতুন এই দলের আহ্বায়ক এবং এর নির্বাচনী প্রতীক হবে ধানের ছড়া।
তৃণমূল বিএনপি গঠন প্রসঙ্গে সাবেক সেনাপ্রধান মাহবুবুর রহমান বলেন, ‘বিএনপি মানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আর খালেদা জিয়া। জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বিএনপিকে কোনোভাবেই ধ্বংস করা যাবে না। জিয়াউর রহমানের নামকে বিকৃত করে যারা তৃণমূল বিএনপি গঠন করেছেন তাদের অঙ্কুরেই ধ্বংস হবে। যারা এই দল গঠন করেছেন তারা তাদের বিতর্কিত ভূমিকার কারণে জনসমাজে সব গ্রহণযোগ্যতা হারিয়েছেন।’
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনা গণতন্ত্র আজ পদদলিত। জাতীয় নিরাপত্তা হুমকির মুখে। সরকার এ ক্ষেত্রে জাতীয় ঐকমত্যের পরিবর্তে বিভাজনের রাজনীতি শুরু করেছে। এ অবস্থায় একটি দেশ, একটি রাষ্ট্র চলতে পারে না।’
রাজনীতিতে মওলানা ভাসানীর অবদান স্মরণ করে সাবেক সেনাপ্রধান বলেন, আপসহীন এই রাজনীতিবিদের রাজনীতি ভিত কাঁপিয়ে দিয়েছিল অত্যাচারী শাসকশ্রেণির। দেশপ্রেমে উদ্বুদ্ধ ও সাহসী করে তুলেছিল সাধারণ মানুষকে। হিন্দু-মুসলমান নির্বিশেষে সব নির্যাতিত-নিপীড়িত মানুষকেই অধিকার আদায়ে ঐক্যবদ্ধ করার সংগ্রাম করেছেন আজীবন তিনি।
পেশাজীবী দলের সভাপতি মো. আরিফুল ইসলাম জিয়ার সভাপতিত্বে আলোচনায় আরো বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার হায়দার আলী, অ্যাডভোকেট আহমেদ আজম খান, বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম গোলাম মোস্তফা ভূইয়া, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মেজর (অব.) হানিফ, জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বেপারী, সাংবিধানিক অধিকার ফোরামের সদস্য সচিব সুরঞ্জন ঘোষ, ন্যাপ যুগ্ম মহাসচিব স্বপন কুমার সাহা, ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের’ সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, পেশাজীবী দলের সাধারণ সম্পাদক মো. ফারুক হোসাইন রুদ্র, জ্যেষ্ঠ সহসভাপতি নুরে আলম সিদ্দিক, সহসভাপতি শাহ আজিজুর রহিম, দেওয়ান দেলওয়ারা কবির, মাও. মো. সালাউদ্দিন, দেওয়ান মাহমুদা আক্তার লিটা প্রমুখ। আলোচনা সভা সঞ্চালনা করেন আবু ইউনুস লিটন।
আজ শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে মজলুম জননেতা মওলানা ভাসানীর ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল আয়োজিত ‘মওলানা ভাসানী ও আজকের রাজনীতি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান। ছবি :