আহসান উল্লাহ হাসানের মৃত্যুবার্ষিকীতে আমিনুলের খাবার বিতরণ
ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক কমিশনার আহসান উল্লাহ হাসানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল করেছেন দলের কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক।
আজ সোমবার মিরপুরের রূপনগর-পল্লবী এলাকায় মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। এতে বিএনপির প্রয়াত এই নেতার রুহের মাগফেরাত কামনা করা হয়। পাশাপাশি দোয়া করা হয় তাঁর পরিবারের জন্য। পরে নেতাকর্মীদের নিয়ে আহসান উল্লাহ হাসানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আমিনুল হক। এ সময় কবরের সামনে দাঁড়িয়ে জিয়ারত করেন।
ঢাকা মহানগর উত্তরের এই সংগঠকের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণ করেন বিএনপির তরুণ এই নেতা।
গত বছরের ৭ জুন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর সাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আহসান উল্লাহ হাসান। তিনি অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের দুইবার নির্বাচিত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্বেও ছিলেন।
বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক বলেন, বীর মুক্তিযোদ্ধা আহসান উল্লাহ হাসান একজন জাতীয়তাবাদী আদর্শের দক্ষ সংগঠক ছিলেন। দেশের চরম ক্রান্তিলগ্নে তিনি ঢাকা মহানগর উত্তর বিএনপিকে সুসংগঠিত করে দেশের গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তাঁর মৃত্যুতে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা পূরণ হওয়ার নয়।
আমিনুল হক বলেন, জীবনের শেষ দিন পর্যন্ত মানুষের পাশে থেকেছেন আহসান উল্লাহ হাসান। জীবনের ঝুঁকি নিয়ে কর্মহীন মানুষের সহযোগিতা করতে গিয়ে তিনি করোনায় আক্রান্ত হন। তাঁর অবদান আজীবন স্মরণে রাখবে বিএনপি।