সবার সহযোগিতায় আমরা আজকের পর্যায়ে এসেছি : এনটিভির চেয়ারম্যান
গণমাধ্যম দুনিয়ায় ২০০৩ সালের ৩ জুলাই পদার্পণ জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির। দেখতে দেখতে এখন দেড় যুগ পেরিয়ে উনিশে পদার্পণ তরুণপ্রাণ প্রতিষ্ঠানটির।
১৮ বছর পূর্তির এই শুভক্ষণে দর্শক-শ্রোতা ও পাঠকের ভালোবাসাই প্রমাণ করে, সঠিক পথেই আছে এনটিভি। দলীয় দৃষ্টিভঙ্গি ঠাঁই না দিয়ে, নিরপেক্ষতা বজায় রেখে ও সঠিক তথ্য সরবরাহে দৃঢ়প্রত্যয় এনটিভির।
আজ ৩ জুলাই, শনিবার এনটিভির দেড় যুগ পূর্তি ও ১৯ বছরে পদার্পণ উপলক্ষে সম্মানিত দর্শক, কেবল অপারেটর, বিজ্ঞাপনদাতা ও সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন এনটিভির প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী।
পাশাপাশি তিনি এই দীর্ঘ চলায় সহযোগিতা অব্যাহত রাখায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন, শিল্পী-কলাকুশলী সবাইকে ধন্যবাদ জানান। শুভেচ্ছা জানিয়ে উৎসাহিত করায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেন তিনি।
আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী বলেন, “আজকে আপনাদের-আমাদের সবার প্রিয় চ্যানেল এনটিভি ১৮ বছর পার করে ১৯ বছরে পদার্পণ করছে। আজকের এই শুভ জন্মদিনে আমি পরিচালনা পর্ষদের পক্ষ থেকে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রীসহ মন্ত্রিপরিষদের সদস্যবর্গ, যাঁরা আমাদের আজকের এই জন্মদিনে অভিনন্দন জানিয়েছেন, শুভেচ্ছাবাণী দিয়েছেন, তাঁদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সেইসঙ্গে সব রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন, বুদ্ধিজীবী, শিল্পী-সাহিত্যিক, কেবল অপারেটর, বিজ্ঞাপনদাতা—যাঁরা বিভিন্ন সময় আমাদের চলার পথে সাহায্য-সহযোগিতা করেছেন, সবাইকে পরিচালনা পর্ষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা জানেন, আপনাদের প্রিয় চ্যানেল ৩ জুলাই শুরু করে ‘সময়ের সাথে আগামী পথে’ স্লোগান দিয়ে শুরু করে আজ ১৮ বছর পার করেছে।”
সবার সহযোগিতার কথা উল্লেখ করে এনটিভির চেয়ারম্যান বলেন, ‘এই দীর্ঘ যাত্রায় আপনাদের সহযোগিতা না থাকলে আমরা আজ এই পর্যায়ে আসতে পারতাম না। আমাদের এই কাজের পেছনে এনটিভির সদস্যরা কাজ করছেন। আপনারা জানেন, করোনা মহামারিতে সারা বিশ্ব এখন আতঙ্কিত। বাংলাদেশও এর বাইরে নয়। এই সময়েও আমাদের সংবাদকর্মীরা, আমাদের অনুষ্ঠান বিভাগ, আমাদের অনলাইন বিভাগ, কলাকুশলী সবাই অক্লান্ত পরিশ্রম করছেন। জীবনের ঝুঁকি নিয়ে তাঁরা কাজ করছেন। চেষ্টা করছেন, আপনাদের প্রিয় চ্যানেলকে অতীতের মতো সব সংবাদ সবার আগে উপস্থাপন করার জন্য। এই সময়ে বাসায় বসে থেকেও যেন আপনারা বিরক্ত অনুভব না করেন, সে জন্য আমাদের অনুষ্ঠান বিভাগ, অনলাইন বিভাগ ও সব কলাকুশলী অক্লান্ত পরিশ্রম করছেন।’
বাংলাদেশসহ বৈশ্বিক করোনা-পরিস্থিতির কথা উল্লেখ করে আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী বলেন, ‘আপনারা জানেন, আমাদের দেশে আবারও শুরু হয়েছে লকডাউন। সরকারের যে নির্দেশনা আমাদের কাছে এসেছে, আমরা আশা করব, সবাই মিলে সেগুলো পালন করব। আমরা সবাই যদি নিজেদের অবস্থান থেকে সরকারের দিকনির্দেশনা, বিশেষজ্ঞ পরামর্শ কমিটির নির্দেশনা পালন না করি, তাহলে সরকারের একার পক্ষে এটা মোকাবিলা করা সম্ভব নয়। আমাদের নিজেদের স্বার্থে, পরিবারের স্বার্থে, দেশের স্বার্থে সব বিধিমালা মেনে চলতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, ইনশা আল্লাহ, আল্লাহর দয়ায় আমরা এই কঠিন সময় পার করতে পারব।’
এনটিভির চেয়ারম্যান আশা করেন, ‘আগামী দিনে আল্লাহ সব সমস্যা আমাদের দেশ থেকে তুলে নেবেন। আমাদের সুন্দর বাংলাদেশ আবার আমরা পরিচালনা করতে পারব।’ এ সময় তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।
আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী আরও বলেন, ‘আমরা আশা করেছিলাম, আরও বড় পরিসরে আজকের এই দিনটি পালন করব। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালিত হচ্ছে। আমাদের আশা ছিল, আমাদের মহান নেতাকে সামনে রেখে অনেক বড় আকারে সুন্দরভাবে পরিচালনা করব। কিন্তু এই মহামারির কারণে তা হয়ে ওঠেনি। আমরা আশা করছি, আগামী দিনগুলোতে ইনশা আল্লাহ যেভাবে আপনারা আমাদের সাহায্য করেছেন, সামনেও করবেন। এই ধারা অব্যাহত থাকলে আগামী দিনগুলোতে আপনাদের সাথে নিয়ে আপনাদের চ্যানেলকে আপনাদের দোরগোড়ায় সেভাবে পৌঁছে দেব, যেভাবে আপনারা চান।’
দর্শক, শুভানুধ্যায়ীদের ভালোবাসায় সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে এনটিভি এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে—বর্ষপূর্তির শুভক্ষণে এমনই প্রত্যাশা।