রিয়াদে ফুটবল খেলায় জিতলেন সিলেট প্রবাসীরা
সৌদি আরবের রিয়াদে সিলেট প্রবাসী একাদশ ও কিশোরগঞ্জ প্রবাসী একাদশের মধ্যে প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সিলেট প্রবাসী একাদশ ৪-০ গোলে কিশোরগঞ্জ একাদশকে পরাজিত করে।
খেলায় অতিথি হিসেবে বিজয়ী দল ও রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেন অন্যতম আয়োজক, বিশিষ্ট ব্যবসায়ী ও কিশোরগঞ্জের কৃতী সন্তান ইমরান হোসেন, বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের সভাপতি ফারুক আহমেদ চান, বিশিষ্ট ব্যবসায়ী ও খেলার আরেক আয়োজক সিলেটের কৃতী সন্তান নবাব উদ্দিন। পুরো খেলায় ধারাভাষ্য দেন আল আমিন।
অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী খোকন, হোসেন আলী, কামাল উদ্দিন, শেখ সেলিম, জসীম উদ্দিন।
সিলেট ও কিশোরগঞ্জসহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি মাঠে উপস্থিত থেকে প্রতিযোগিতামূলক এ খেলা উপভোগ করেন।
খেলা শুরুর আগে অংশগ্রহণকারী দুই দলের খেলোয়াড়দের সঙ্গে অতিথিদের পরিচয় করিয়ে দেওয়া হয়। ভালো খেলেও গোলের সংখ্যায় পরাজয় বরণ করে প্রবাসী কিশোরগঞ্জ একাদশ।
উভয় দলের খেলোয়াড়দের সদস্যদের নগদ অর্থ পুরস্কৃত করেন নবাব উদ্দিন ও খোকন। অতিথিদের ফুল দিয়ে শুরুতে শুভেচ্ছা জানানো হয়।