মুন্সীগঞ্জে ‘আত্মহত্যা’ করা দিনমজুরের পাশে বিএনপি
মুন্সীগঞ্জের মুক্তারপুরে আত্মহননকারী কর্মহীন দিনমজুর দ্বীন ইসলামের পরিবারকে ৫০ হাজার টাকা অর্থ সহায়তা দিয়েছে বিএনপি। চলমান সর্বাত্মক বিধিনিষেধে কর্মহীন হয়ে পড়ায় সন্তানদের মুখে খাবার না দিতে পারার গ্লানিতে গত রোববার আত্মহত্যা করেন দ্বীন ইসলাম।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আত্মহত্যা করা দ্বীন ইসলামের পরিবারকে এ অর্থ সহায়তা দেওয়া হয় বলে জানিয়েছেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির সভাপতি আবদুল হাই।
আজ মঙ্গলবার সকালে মুন্সীগঞ্জ জেলা বিএনপির সভাপতি আবদুল হাইয়ের পক্ষে সদর উপজেলা বিএনপির সভাপতি মহিউদ্দিন আহমেদের নেতৃত্বে স্থানীয় নেতাকর্মীরা দ্বীন ইসলামের স্ত্রীর হাতে এই অর্থ সহায়তা তুলে দেন এবং সমবেদনা জানান।