মাদক নিরাময় কেন্দ্রে মাদকসেবী খুন
মুন্সীগঞ্জ শহরে একটি মাদক নিরাময় কেন্দ্রে ছুরিকাঘাতে এক মাদকসেবী খুন হয়েছেন। পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৬টায় শহরের মাঠপাড়া এলাকার কৃপা মাদক নিরাময় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
নিহতের নাম মো. ফয়সাল। এ ঘটনায় আটক মো. রাসেলও ওই মাদক নিরাময় কেন্দ্রে চিকিৎসাধীন ছিল। তাদের ব্যাপারে বিস্তারিত আর কিছু জানায়নি পুলিশ।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুচ আলী জানান, সকালের দিকে চিকিৎসাধীন দুই মাদকসেবী ফয়সাল ও রাসেলের মধ্যে বাথরুমে যাওয়াকে কেন্দ্র করে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে মো. ফয়সালকে ছুরি দিয়ে পেটে আঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই ফয়সাল মারা যায়।
ওসি আরো জানান, ঘটনার পরপরই রাসেলকে আটক করা হয়। কৃপা মাদক নিরাময় কেন্দ্রের পরিচালককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে।
লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।