ইউরো জিতে কত পেল ইতালি?
গত এক মাস ধরে ইউরো চ্যাম্পিয়নশিপ ও কোপা আমেরিকায় বুঁদ হয়ে ছিল ফুটবলপ্রেমীরা। দুই মেগা আসরের পর্দা নেমেছে গত রোববার। ইউরোর শ্বাসরুদ্ধকর ফাইনালে স্বাগতিক ইংল্যান্ডকে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে ইতালি। ইউরোপ সেরা হয়ে কোটি টাকা পকেটে পুরেছে ইতালি। চ্যাম্পিয়ন হয়ে এক লক্ষ কোটি ইউরো পাচ্ছে রবার্তো মানচিনির শিষ্যরা।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, ইউরোর এবারের সংস্করণে প্রাইজ মানি হলো ৩৭১ মিলিয়ন ইউরো। যা শুধু চ্যাম্পিয়নরাই নয়, রানার্সআপসহ পেয়েছে সবদল।
ইউরোর ফাইনালে ওঠার জন্য ইংল্যান্ড এবং ইতালি দল প্রাইজমানির বেশিরভাগ অংশ পাবে। এ ছাড়াও প্রতিটি গ্রুপ পর্ব থেকে শুরু করে প্রতিটি জয়ের জন্য আলাদা আলাদাভাবে বোনাস পেতে চলেছে দুই ফাইনালিস্ট। টুর্নামেন্টের প্রতিটি ম্যাচেই জয় পেয়েছে ইতালি। গ্রুপ পর্বের তিনটে ম্যাচসহ। এর অর্থ ইতালির প্রাপ্য ৩৪ মিলিয়ন ইউরো।
ইংল্যান্ড আবার গ্রুপ পর্বে দুটো জয়ের সঙ্গে একটি ড্র করেছে। সেই হিসাবে ইংল্যান্ডে পুরো টুর্নামেন্টে প্রাপ্য অর্থ ২৯.৭৫ মিলিয়ন ইউরো ।
এক নজরে কে কত পাবে :
চ্যাম্পিয়ন ইতালি- এক কোটি ইউরো।
রানার্সআপ ইংল্যান্ড- ৭০ লাখ ইউরো।
সেমিফাইনালে জয়ের জন্য– ৫০ লক্ষ ইউরো।
কোয়ার্টার ফাইনালে জয়ের জন্য– ৩২.৫ লক্ষ ইউরো।
প্রি-কোয়ার্টার ফাইনালে জয়ের জন্য– ২০ লক্ষ ইউরো।
গ্রুপ পর্বে প্রতিটি জয়ের জন্য– ১৫ লক্ষ ইউরো।
গ্রুপ পর্বের প্রতিটি ড্রয়ের জন্য- ৭.৫ লক্ষ ইউরো।