মক্কায় মাওলানা রফিক আহমদের মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/08/31/1_0.jpg)
সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির উপদেষ্টা, মক্কা প্রাদেশিক বিএনপির সাবেক সভাপতি ও এনটিভি দর্শক ফোরাম মক্কা শাখার উপদেষ্টা প্রয়াত মাওলানা রফিক আহমদের মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে মক্কা প্রাদেশিক বিএনপি। সোমবার এশার নামাজের পর মক্কার কাকিয়ায় একটি হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মক্কা প্রাদেশিক বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ। পরিচালনা করেন মক্কা প্রাদেশিক যুবদলের সাধারণ সম্পাদক কাশেম আহমদ হারুন ও মক্কা প্রাদেশিক বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজুর রহমান সরকার। শুরুতে কোরআন তেলওয়াত করেন মাওলানা আবদুল হামিদ।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সদস্য ও সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপি প্রধান উপদেষ্টা আলহাজ আবদুর রহমান।
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/08/31/2.jpg)
প্রধান বক্তা ছিলেন সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার নুরুল আমিন।
বিশেষ অতিথি ছিলেন মক্কা প্রাদেশিক বিএনপির সিনিয়র সহসভাপতি হামিদুর রহমান হামিদ, সহসভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী, তিতিউল হক মৃধা, নাছির উদ্দিন সরকার ও নুরুল ইসলাম বড়ভাই, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন চৌধুরী, উপদেষ্টা এইচ. এম পারভেজ মৃধা ও মুহাম্মদ শাহাজাহান।
বক্তব্য দেন মক্কা প্রাদেশিক স্বেচ্ছাসেবক দলের সভাপতি একরামুল হক, মক্কা প্রাদেশিক শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোবারক হোসেন, মক্কা প্রাদেশিক বিএনপির যুগ্ম সম্পাদক সাংবাদিক খলিল চৌধুরী, বেগম খালেদা জিয়া মুক্তি পরিষদ মক্কা শাখার সভাপতি কলিম উল্লাহ কলিম, চট্টগ্রাম প্রবাসী জাতীয়তাবাদী ফোরামের সভাপতি রাশেদুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক নজরুল কবির রুবেল, মক্কা প্রাদেশিক যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক হাসানুজ্জামান লিটন, যুগ্ম সম্পাদক মুহাম্মদ আবু বক্কার, তোফাজ্জল হোসেন ও মুহাম্মদ এনামুল হক, সাংগঠনিক সম্পাদক শেখ রুবেল আহমদ, মক্কা প্রাদেশিক শ্রমিক দলের প্রচার সম্পাদক রশিদ আহমদ, চট্টগ্রাম প্রবাসী জাতীয়তাবাদী ফোরামের সিনিয়র সহসভাপতি মুহাম্মদ কামাল উদ্দিন, সহসভাপতি রফিকুল ইসলাম ও সাবের আহমদ, সিনিয়র যুগ্ম সম্পাদক মুহাম্মদ নুরুল আমিন, সহ-সাংগঠনিক সম্পাদক তারেক আজিজ চৌধুরী ও জাকের উল্লাহ বাচ্চু প্রমুখ।
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/08/31/3.jpg)
এ ছাড়াও এ শোকসভা ও দোয়া মাহফিলে মক্কা প্রাদেশিক বিএনপিসহ অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
শোকসভায় বক্তারা বলেন, মাওলানা রফিক আহমদের মৃত্যুতে আমরা একজন প্রবীণ রাজনৈতিক অভিভাবককে হারিয়েছি। একাধারে প্রবাস রেমিট্যান্স যোদ্ধা ও সমাজসেবক ছিলেন প্রবীণ এ রাজনীতিবিদ। তাঁর এ মৃত্যু দেশে ও বিদেশে তাঁর শূন্যতা পূরণ করার মতো নয়।
শেষে প্রয়াত মাওলানা রফিক আহমদের আত্মার মাগফেরাত এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সুস্থতা কামনা করে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করেন চট্টগ্রাম প্রবাসী জাতীয়তাবাদী ফোরামের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মুহাম্মদ জহির উদ্দিন।